আসন্ন চ্যাম্পিয়ন্স ট𒉰্রফির জন্য🃏 বিপুল অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড পুরস্কার মূল্য বরাদ্দ হয়েছে এবছর। ২০১৭ সালের তুলনায় এবার প্রাইজ মানি বাড়ানো হয়েছে ৫৩ শতাংশ।
এবছর মিনি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২.২৪ মিলিয়ন ম🍸ার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পকেটে পুরবে আইপিএল চ্যাম্পিয়ন দলের প্রায় সমান অর্থ। আইপিএলজয়ী দল🗹কে বিসিসিআই পুরস্কার দেয় ২০ কোটি টাকা।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স দল পাবে চ্যাম্পিয়নের তুলনায় অর্ধেক পুরস্কার মূল্য। রানার্স দলকে দেওয়া হবে ১.১২ মিলিয়ন মার্কিন🐻 ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ কোটি ২৭ লক্🧸ষ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের প্রত্যেককে দেওয়া হবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার করে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৮৬ লক্ষ টাকা।
উল্লেখযোগ্য বিষয় হল, এবছর টুর্নামেন্টে কোনও ম্যাচ না জিতেও কোটি টাকা পুরস্কার পাওয়ার সুযোগ র🦩য়েছে দলগুলির সামনে। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র অংশ নেওয়ার জন্যই ৮টি দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার করꦰে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।
ಌএছাড়া গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলকে দেওয়া হবে ৩৪ হাজার মার্কিন ডলার করে। অর্থাৎ লিগের প্রতিটি ম্যাচ জিতেই প্রায় ২৯ লক্ষ ৫৩ হাজার টাকা করে পকেটে পুরবে দলগুলি।
আরও পড়ুন:- Champions Trophy: সৌরভ থে♐কে ধোনি, চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলেছেন এই ৯ ক্যাপ্টেন
আসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পুরস্কার মূল্য
মোট পুরস্কার- ৬০ লক্ষ ৯০ হা🐼জার মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি টাকা)
চ্যাম্পিয়ন দল-෴ ২২ লক্ষ ৪০ হাজার মার্কিন ডল🦹ার (প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা)।
রানার্স দল- ১১ লক্ষ ২০ হাজার ম♎ার্কিন ডলা🥃র (প্রায় ৯ কোটি ৭২ লক্ষ টাকা)।
সেমিফ♔াইনালে হেরে যাওয়া দুই দল- প্রত্যেকে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৮৬ লক্ষ টাকা)।
পঞ্চম ও ষষ্ঠ স্থানাধীকারী দল- প্রত্যেকে ৩ লক্ষ ৫০ হাজার মার্কি🌊ন ডলার (প্রায় ৩ কোটি ♓৪ লক্ষ টাকা)।
সপ্তম ও অষ্টম স্থানাধীকারী দল- প্রত্যেকে ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার 🎐(প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা)।
টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য- ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা)🦹।
গ্রপের প্রতি ম্যাচ জয়ে✃র জন্য- ৩৪ হাজার মার্কিন ডলার (প্রায় ২৯ লক্𝓰ষ ৫৩ হাজার টাকা)।