এই নিয়ে আইপিএল ২০২৫ মরশুমে চার ম্যাচ খেলে তিনটি ম্যাচই হেরে বসল মুম্বই ইন্ডিয়ান্স। যার ফলে তারা পয়েন্ট টেবলেও বড় ধাক্কা খেল। পতন হল মুম্বইয়ের। তারা ছয় থেকে সাতে নেমে গেল। এদিকে হার্দিক পান্ডিয়াদের হারিয়ে উপরে উঠল লখনউ সুপার জায়ান্টস। তারা সাত থেকে আবার ছয় নম্বরে জায়গা করে নিল। পয়েন্ট টেবলে আর কোনও𒅌 দলের কোনও রকম পরিবর্তন হয়নি।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) পঞ্জাব 🍸কিংস- ২ ম্যাচে ২টিতে 🍸জয়, ৪ পয়েন্ট (নেট রানরেট +১.৪৮৫)
২) দিল্লি ক্যাপিটালস- ২ ♑ম্যাচে ২টি জয়, ৪ পয়েন্ট, (নেট রানরেট +১.৩২০)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৩ ম্যাচে ২টিতে জয়, ১টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৪৯🃏)
৪) গুজরাট টাইটান🀅্স- ৩ ম্যাচে ২টি জয়, ১টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট +০.৮০৭)
৫) কলকাতা নাইট রাই൩ডার্স- ৪ ⭕ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.০৭০)
আরও পড়ুন: ইতিমধ্যে ১৫-২০ জন তোমার বিপওক্ষে… MI-এর নতুন হিরো অশ্বিনীকে সাবধান করলেন হার্দিক পান্ডিয়া- ভিডিয়ো
৬) লখনউ সুপার জায়ান্টস- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার꧃, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.০৪৮)
৭) মুম্বই ইন্ডিয়ান্স- ৪ ম্যাচে ১টি জয়, ৩টি হার, ২ পয়েন্ট (নেট রানরে🗹ট ০.১০৮)
৮) চেন্নাই সুপার কিংস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২🎀 পয়েন্ট (নেট রানরেট -০.৭৭১)
৯) রাজস্থান꧙ রয়্যালস- ৩ꦑ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.১১২)
১০) সানরাইজার্স হায়দরাবাদ- ৪ 🃏ম্যাচে ১টি জয়, ৩টি হার, ২ পয়েন🔥্ট (নেট রানরেট -১.৬১২)
লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে ২০৩ রান করে। সে🐲ই রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৯১ রান করে মুম্বই। ১২ রানে তারা ম্যাচটি হেরে যায়।