ঋষভ পন্তের ব্যর্থতার ধারা অব্যাহত। শুক্রবার (৪ এপ্রিল) আইপিএল ২০২৫-এর ১৬তম ম্যাচে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ফের নিরাশ করলেন। চার নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান পন্ত। এই নিয়ে এই মরশুমে টানা ﷽চার ম্যাচেই হতাশ করলেন পন্ত। ২৭ কোটির প্লেয়ারের পারফরম্যান্স♍ যেন বিশাল টাকার অঙ্কের বোঝায় চাপা পড়ে গিয়েছে।
এদিন হার🧔্দিক পান্ডিয়ার বলে ক্যাচ আউট হন পন্ত। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ডেলিভারিতে ঋষভ পন্ত ক্যাচ দেন। মিড অফে দাঁড়িয়ে থাকা কার্বিন বোশ দুরন্ত একটি ক্যাচ নেন। সেই সময়ে ধারাভাষ্য দিচ্ছিলেন ইয়ান বিশপ, তিনি বলেন, ‘ঋষভ পন্তের জন্য ফের দুঃখজনক ঘটনা।’
সঞ্জীব গোয়েঙ্কার মুখে হতাশার হাসি
ঋষভ পন্ত যখন আউট হয়ে সাজঘরে ফিরছেন, তখন ক্যামেরা ঘোরানো হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দিকে। এসএলজি কর্ণধারকে হাসতে দেখা যায়। তবে সেই হাসিতে হতাশার ছাপ ছিল স্পষ্ট। ২৭ কোটি দিয়ে পন্তকে কিনে তিনি এখন কপাল চাপড়াচ্ছেন, সেটাই যেন ফুটে উঠেছিল গোয়েঙ্কার হাসিতে। ২৭ কোটির পন্ত চার ম্যাচ খেলে, এখনও মোট ২৭ রানও করতে পারেননি। ফের পন্তᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ব্যর্থ হওয়ার পর তাঁকে নিয়ে হাস্যকর সব মিম ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
আবার তিরস্কার করবেন সঞ্জীব গোয়েঙ্কা!
সম্প্রতি, লখনউ সুপার জায়ান্টস নিজেদের ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে ৮ উইকেটে শোচনীয় ভাবে হারের পর সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে আঙুল তুলে পন্তকে ধমকিয়েছিলেন। যা নিয়ে তুমুল বিতর্কও হয়। এদিন পন্ত ব্যর্থ হওয়ার পর, তিনি ফের তিরস্কৃত হতে পারেন। ২৭ কোটির প্লেয়ার টানা ব্যর্থ হলে রাগ হওয়াটাই তো স্বাভাবিক। গোয়েঙ্কা আবার অধিনায়কদের ধমকানোর জন্য সুপরিচিত। গত ম♋রশুমে কেএল রা🐷হুলকেও প্রকাশ্যে তিরস্কার করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
আইপিএল ২০২৫-এ পন্তের পারফরম্যান্স
আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত পন্ত চারটি ম্যাচ খেলেছেন। আর চার ম্যাচে ত��াঁর মোট সংগ্রহ ১৯ রান। তিনি নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। শূন্য ক🙈রে আউট হয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ রান করেছিলেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছিলেন ২ রান। এদিনও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২ রানেই আউট হলেন। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন এলএসজি অধিনায়ক।