আইপিএলের প্রথম দিকে পাওয়া যাবে না জসপ্রীত বুমরাহকে। কবে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারবেন, তা নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার চাপ বাড়ল রাজস্থান রয়্যালসেরও। কারণ দলের অধিনায়ক সঞ্জু স♔্যামসনকে পাওয়া যাবে কিনা, পাওয়া গেলেও তিনি উইকেটকিপিং করতে পারবেন কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে।
আইপিএল শুরু হতে সপ্তাহখানেক বাকি। ২০২৫ ইন্ডিয়ান প্🦹রিমিয়ার লিগ শুরু হবে ২২ মার্চ থেকে। তার আগে রাজস্থান রয়্যালস (RR) দলের জন্য অবশ্য সুখবর এই যে, চোট সারিয়ে মাঠে ফিরেছেন সঞ্জু। প্রসঙ্গত, রাজস্থান রয়্যালস ২৩ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৫ আইপিএলে অভিযান শুরু করবে।
রাজস্থান রয়্যালসের জন্য সুখবর
গত মাসে ইংল্যান্ড সিরিজের সময়ে চোট পেয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। পায়ের আঙুলে অস্ত্রোপচার হয় তাঁর। বর্তমানে এনসিএ-তে রিহ্যাব করছেন তিনি। তবে জানা গিয়েছে, সঞ্জু স্যামসন উইকেট কিপিংয়ের অনুমতি না পেলেও, ব্যাটিং করার অনুমতি পেয়💃ে গিয়েছেন। উইকেট কিপিং নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। সেই ক্লিয়ারেন্স এখনও পাননি।
উইকেটকিপিং করার গ্রিন সিগন্🌞যাল দেওয়ার আগে এনসিএতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে শেষপর্যন্ত যদি তিনি উইকেটকিপিং করতে না পারেন, তাহলে কোনও সমস্যায় পড়তে হবে না রাজস্থান রয়্যালসকে। কারণ দলে ধ্রুব জুরেল রয়েছেন। প্রথম উইকেটকিপার হিসেবে খেলতে পারবেন তিনি। আর সঞ্জু স্যামসন কিপিং করা ছাড়াও, একজন ডানহাতি বিস্ফোরক ব্যাটসম্যানও। সেক্ষেত্রে তিনি শুধু ব্যাটিং করতে পারবেন। সঙ্গে দলকে ন😼েতৃত্ব দেবেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মরশুম শুরু করবে রাজস্থান। আগের বছর হায়দরাবাদের কাছে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল রাজস্থান রয়্যালস।
কপাল পুড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের
২০২৫ আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। তারা তাদের দলের প্রধান এবং তারকা বোলার জসপ্রীত বুমরাহকে সম্ভবত আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে পাবে না। ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, এনসিএ-তে বুমরাহের এখনও রিহ্যাব চলছে। তিনি এখনও পুরো ফিট নন। সম্ভবত এপ্রিলের প্রথম দিকে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেন। এদিকে মার্চ মাসেই মুম্বই ইন্ডিয়ান্সের তিনটি ম্যাচ রয়েছে। সেই ম𝓰্যাচগুলিতে বুমরাহকে পাওয়া যাবে না বলেই দাবি করেছে ক্রিকইনফো।