🦩 Shreevats Goswami on Eden Gardens pitch controversy: কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ ঘিরে বিতর্ক চরমে পৌঁছে গিয়েছে। বিতর্কের এই আগুনে নতুন করে সমালোচনার ঘি দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। আসলে আইপিএল ২০২৫-এর প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর থেকেই ইডেনের পিচ নিয়ে ফ্র্যাঞ্চাইজি ও পিচ কিউরেটরের সমস্যা সামনে এসেছে। এই সময়ে, ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে, তিনি কোনও ফ্র্যাঞ্চাইজির চাহিদা অনুযায়ী পিচের চরিত্র বদলাবেন না।
🦩 এরপরেই নিজের সোশ্যাল মিডিয়াতে একটি বিতর্কিত বার্তা লেখেন বাংলা দলের প্রাক্তন উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী। বিরাট কোহলির এক সময়কার সতীর্থ শ্রীবৎস গোস্বামী লিখেছেন যে, ইডেনের কিউরেটর এবং ঘরের দলের অধিনায়কের মধ্যে মতানৈক্য নতুন কিছু নয়।
꧙ আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি ও পিচ কিউরেটরের সমস্যা নতুন কোনও ঘটনা নয়। ২০২৫ সংস্করণের প্রথম থেকেই কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ ঘিরে বিতর্ক আবারও সামনে এসেছে। গত শনিবার ঘরের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে পরাজিত হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে গুয়াহাটিতে স্পিন সহায়ক পিচে খেলে তারা জয়ের ধারায় ফিরে এসেছে।
আরও পড়ুন … 🤡IPL 2025: 'চাপে পড়ে' সুর নরম সুজনের? হেডদের ম্যাচে ইডেনে ঘুরতে পারে বল, তবে হবে না চিপক
IPL 2025-এ RCB vs KKR ম্যাচের পরে অজিঙ্কা রাহানে কী বলেছিলেন?
👍আরসিবির বিরুদ্ধে পরাজয়ের পর কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে হাসিমুখে বলেছিলেন, ‘আমরা অবশ্যই চাইব যে, পিচ স্পিনারদের সাহায্য করুক। তবে এটি একদিনেরও বেশি সময় কভার দিয়ে ঢাকা ছিল এবং কিছুটা আর্দ্রতাও ছিল। অবশ্যই আমরা চাইব পিচে স্পিনারদের জন্য কিছু সুবিধা থাকুক, তবে পিচ নিয়ে কোনও অভিযোগ নেই। দুই দলের স্পিনাররাই যে কোনও ধরনের উইকেটে ভালো করতে পারে।’
আরও পড়ুন … 🍷শামি-কামিন্স-জাম্পাদের আত্মবিশ্বাসকে হত্যা করছে SRH? ভনের যুক্তি, শুরু নতুন বিতর্ক
কী লিখলেন শ্রীবৎস গোস্বামী?
💛এরপরে ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে, তিনি কোনও ফ্র্যাঞ্চাইজির চাহিদা অনুযায়ী পিচের চরিত্র বদলাবেন না। এই ঘটনার পরে শ্রীবৎস গোস্বামী নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘নিজের ঘরের মাঠের অধিনায়কের কথা ইডেন গার্ডেন্সের কিউরেটর শুনবেন না, এতে অবাক হওয়ার কিছু নেই। এটাই হয়ে এসেছে বরাবর। এক দশক বাংলার জন্য ক্রিকেট খেলার দরুন এই দৃশ্য আমার অতি পরিচিত। ঘরের মাঠে খেলা হওয়ায় নিজের পছন্দসই পিচ পাওয়া যাবে এমনটাই ভাবা স্বাভাবিক, কিন্তু আমরা বারংবার বলা সত্ত্বেও তা পাইনি। এমনকি ইডেন গার্ডেন্সে কিউরেটর আমাদের বহু মরশুম নিজেদের মাঠে ট্রেনিং করতে দেয়নি, আমরা বাধ্য হয়ে রেড রোর্ডে ট্রেনিং করেছি। কারন হিসাবে বলা হয়েছে, ‘গ্রাউন্ড খারাপ হয়ে যাবে!’। কিন্তু অপরপ্রান্তে আমাদের প্রতিপক্ষ শিবিরকে দেখেছি তারা চিন্নাস্বামি তে, চিপকে দিনের পর দিন ট্রেনিং করে গেছে। আর এই প্রশ্নও আমাকে ভাবায় যে, 'পিচ কিউরেটর' আর 'অধিনায়ক' এর সাথে আলোচনা র্পযালোচনার কি প্রয়োজন, অধিনায়ককে তার পছন্দসই পিচ দিলেই তো হয়! মনে পড়ে যায় এই প্রসঙ্গেই, দু বছর আগে নীতীশ রানা অধিনায়ক থাকাকালীন বলেছিলেন, সব দল ঘরের মাঠে খেলায় বাড়তি লাভ পায়, একমাত্র কেকেআর সেটা পায় না। সেক্ষেত্রে শেষবারের বিজয়ী দলের তথা বাংলার খেলোয়াড়দের আদৌ ঘরের মাঠ বলে কিছু আছে কি?’
আরও পড়ুন … 𓄧আমি ভীষণ রেগে আছি… বাংলাদেশের বিরুদ্ধে ড্র করায় বিশাল-সুনীলদের উপর ক্ষোভে ফুঁসছেন মানোলো মার্কুয়েজ
কী হয়েছিল অতীতে?
꧂২০২৩ সালে সেই সময়কার নাইট অধিনায়ক নীতীশ রানা বলেছিলেন, ‘আমার মনে হয়, এই লিগের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ঘরের মাঠের সুবিধা পায়, শুধু কেকেআর ছাড়া।’ শ্রীবৎস গোস্বামী ২০০৮ সালের নভেম্বর মাসে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং ২০২৩ সালের জানুয়ারিতে মিজোরামের হয়ে শেষবার খেলেন। আইপিএলে তিনি ২০১১ সালে কেকেআরের হয়ে একটি মরশুম খেলেছিলেন, পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছিলেন শ্রীবৎস গোস্বামী।