আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২৫-এর পরবর্তী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর চলতি আইপিএল আসরে এখনও পর্যন্ত মিশ্র ফলাফল পেয়েছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে হারের পর, রাজস্থান রয়্যালসকে (RR) সাত উইকেটে বিধ্বস্ত করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এবার মুম্বই𝓰য়ের বিরুদ্ধে জয় পেতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। এর কারণ প্লে-অফের রাস্তা মসৃণ করতে দলের জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ।
গত মরশুমে, কলকাতা পরিসংখ্যানকে উপেক্ষা করে মুম্বইকে দু’টি ম্যাচেই পরাজিত করেছিল। এবারও অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা দল সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইবে। এ দিকে মুম্বই ইন্ডিয়ান্স এখনও চলতি আইপিএল-এ জয়ের দেখা পায়নি। এমন অবস🌜্থায় মুম্বইয়ের ෴ঘরে গিয়ে হার্দিকদের হারাতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। সেই কারণেই ওয়াংখাড়েতে অনুশীলনে ডুবে কেকেআর। সেখানেই এক মজার মুহূর্ত দেখা গেল।
আরও পড়ুন … IPL 2025: হার্দিক পান্ডিয়ার বড় শাস্তি!ꦺ GT-র বিরুদ্ধে হারের পরে MI ক্যাপ্টেনের জরিমানা
মেসির মতো ড্রিবল করার চেষ্টা করলেন রিঙ্কু সিং!
কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে রিঙ্কু সিংকে লিওনেল মেসির মতো ড্রিবল করার চেষ♍্টা করতে দেখা যায়। মাঠে নামার আগেই রিঙ্কু সিং তাঁর সতীর্থ হর্ষিত রানাকে জানান যে তিনি আর্জেন্তিনার অধিনায়ক মেসির মতো ড্রিবল করবেন। তবে রিঙ্কুর ড্রিবল দেখে হর্ষিত রানার হাসি থামছিল না!
দেখুন সেই ভিডিয়ো-
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স: মুখোমুখি পরিসংখ্যান
মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই কলকাতার বিরুদ্ধে দাপট দেখিয়েছে, এবং এ নিয়ে কোনও সন্🐷দেহ নেই। এই দুই দল মোট ৩৪টা ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। এর মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের ২৩টা ম্যাচে জয় পেয়েছে। কলকাতা নাইট রাইডার্♓স ১১ ম্যাচে জয় পেয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ স্কোর হল ২৩২ রান। কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের সর্বোচ্চ স্কোর হল ২১০ রান।
মুম্বইয়ের বিরুদ্ধে ফিরতে পারেন সুনীল নারিন
সুনীল নারিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেননি। অধিনায়ক অজিঙ্কা রাহানে জানিয়েছিলেন, নারিন অসুস্থ ছিলেন, তাই তাকে খেলানো হয়নি। তবে, সম্প্রতি নারিনকে ওয়াংখেড়েতে অনুশীলন করতে দেখা গেছে, এবং তিনি মুম্বইযဣ়ের বিরুদ্ধে দলে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন … IPL 2025 🍸DC vs SRH: বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে অভিষেক শর্মা! আজই কি ইতিহাস গড়বেন যুবরাজ সিংয়ের ছাত্র
দুই দলের কাছে MI vs KKR ম্যাচের গুরুত্ব-
দুই ꦬদলের কাছেই এই ম্যাচের গুরুত্ব খুব বেশি। প্লে-অফের রাস্তাকে সহজ করতে কলকাতার জন্য এই ম্যাচে জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য দিকে ছন্দে ফিরতে হলে ও ভক্তদের মুখে হাসি ফোটাতে হলে মুম্বইকে এই ম্যাচ জিততেই হবে। ম্যাচটি মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেঅনুষ্ঠিত হবে।