স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনলেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক হার্দিক পান্ডিয়া শাস্তির মুখে পড়েছেন, কারণ গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ৯ নম্বর ম্যাচে তার দল নির্ধারিত সময়ের মধ্যেও ওভার শেষ করতে ব্💯যর্থ হয়েছে।
হার্দিক পান্ডিয়ার বড় শাস্তি-
হার্দিক পান্ডিয়াকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ‘এটি তার দলের চলতি মৌসুমের🌱 প্রথম অপরাধ হওয়ায়, আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী তাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’
এর আগেও এই কারণে শাস্তি পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া
গুজরাট টাইটান্সের দেওয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয় মুম্বই ইন্ডিয়ান্স এবং ৩৬ রানে পরাজিত হয়েছে হার্দিক পান্ডিয়ার দল। এর👍 আগেও স্লো ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এর আগে, আইপিএল ২০২৪-এর শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ধীর ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। ফলে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে মুম্বইয়ের আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচ খেলতে পারেননি। ওই ম্যাচে চার উইকেটে হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে।
আইপিএল ২০২৫-এ প্রথম 𒉰স্লো ওভার রেটের শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া। চলতি মরশুমে এটাই প্রথমবার, যখন কোনও অধিনায়ককে সꦡ্লো ওভার রেটের কারণে জরিমানা করা হল।
স্লো ওভার রেটের নতুন নিয়ম
আইপিএল ২০২৫ শুরুর আগে, বিসিসিআই (BCCI) নতুন নিয়ম চালু করেছে, যার মধ্যে রয়েছে ডিমেরিট পয়েন্ট ও সাসপেনশন পয়েন্ট সিস্টেম। বিসিসিআই-এর এক অফিস♎িয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মরশুম থেকে নতুন কোড অফ কন্ডাক্ট কার্যকর হচ্ছে। আইপিএল ২০২৫ থেকে ডিমেরিট পয়েন্ট ও সাসপেনশন পয়েন্ট চালু করা হয়েছে, যা ৩৬ মাস পর্যন্ত কার্যকর𒅌 থাকবে।’
আরও পড়ুন … IPL 2025 DC vs SRH: বড় ওরেকর্ডের সামনে দাঁড়িয়ে অভি✨ষেক শর্মা! আজই কি ইতিহাস গড়বেন যুবরাজ সিংয়ের ছাত্র
হার্দিক পান্ডিয়ার প্রতিক্রিয়া
স্লো ওভার রেটের শাস্তি পরবর্তী মরশুমেও বহাল থাকা উচিত কি না, এ নিয়ে হার্দিক বলেছিলেন, ‘এটি আমার নিয়ন্ত্রণের বাইরে। গত বছর যা ঘটেছে, সেটি খেলারই অংশ। আমরা শেষ ওভার ২-২.৫ মিনিট দেরিতে করেছিলাম, তখন এর পরিণতি সম্পর্কে আমি সচেতন ছিলাম না। এটি দুর্ভাগ্যজনক, তবে নিয়ম যা বলে, সেটিই মানতে হবে। পরবর𒊎্তী মৌসুমেও এই শাস্তি বহাল থাকা 🍒উচিত কি না, তা উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’
আরও পড়ুন … IPL 2025 DC Vs SRH: কা🍒রಌ জায়গায় দলে রাহুল? সম্ভাব্য একাদশ থেকে দেখে নিন পিচ-আবহাওয়ার রিপোর্ট
পরবর্তী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ কে?
মুম্বই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী ম্যাচ খেলবে কলকাতা নাই💫ট রাইডার্সের (KKR) বিরুদ্ধে। ৩১ মার্চ, সোমবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচটি অনুষ্ঠিত হবে। বর্তমানে পয়েন্ট তালিকায় MI নবম স্থানে রয়েছে, এখনও তারা কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি।