ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আসন্ন ইন্ডি🐲য়ান প্রিমিয়ার লিগ (IPL) মরশুমের জন্য খেলার শর্তাবলী সংশোধন করতে চলেছে। এই সংশোধন পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওভার-রেট লঙ্ঘন এবং এর জন্য অধিনায়কের শাস্তি সংক্রান্ত বিষয়।
BCCI সিদ্ধান্ত নিয়েছে যে, অধিনায়করা আর ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না। এর পরিবর্তে, তাদের ডিমেরিট পয়েন্টের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এবং কেবলমাত্র চরম ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর ক🎀রা হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বইতে BCCI কার্যালয়ে অনুষ্ঠিত অধিনায়ক ও ম্যানেজারদের বৈঠকে, BCCI দশটি ফ্র্যাঞ্চাইজির থিংক-ট্যাঙ্ককে জানিয়েছে যে, স্লো ওভার-রেট লঙ্ঘনের জন্য আর কোনও ম্যাচ নিষেধাজ্ঞা থাকবে না। এর পরিবর্তে, ICC-এর অ꧒নুরূপ একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে অধিনায়কের জন্য ডিমেরিট পয়েন্ট নির্ধারিত হবে। এই ডিমেরিট পয়েন্ট তিন বছর পর্যন্ত বহাল থাকবে।
আরও পড়ুন … IPL 2025-এ༒ কলকাতা নাইট রাইডার্স🌳ে কী কী পরিবর্তন হয়েছে? KKR-র শক্তি বাড়ল নাকি কমেছে?
Cricbuzz-এর এক রিপোর্টে 𒊎বলা হয়েছে, ‘অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেওয়া হবে, তবে স্লো ওভার-রেটের জন্য তিনি কোনও ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না।’ লেভেল ১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে এবং ডিমেরিট পয়েন্ট নির্ধারিত করা হবে, যা পরবর্তী তিন বছর পর্যন্ত গণনা করা হবে। বার্তায় আরও বলা হয়েছে, ‘যদি কোনও লেভেল ২ অপরাধ গুরুতর বলে বিবেচিত হয়, তবে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।’
এক সূত্র জানিয়েছে, ‘প্রতি চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে, ম্যাচ রেফারি ১০০ শতাংশ জরিমানা বা অতিরিক্🥃ত ডিমেরিট পয়েন্ট আরোপ করতে পারেন। এই ডিমেরিট পয়েন্ট ভবিষ্যতে ম♌্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে শুধুমাত্র স্লো ওভার-রেটের জন্য তাৎক্ষণিকভাবে কোনও ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।’
আরও পড়ুন … IPL 2025: RR-এ স্বজনপোষণের অভিযোগ! যশস্বীর 🎃বদলে রিয়ানকে নেতা করতেই বিতর্কের ঝড়, কী বলল টিম ম্যানেজমেন্ট?
এর আগে, I♒PL-এ স্লো ওভার-রেটের কারণে কয়েকজন অধিনায়ক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এই কারণে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত গত মরশুꦉমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছিলেন। একইভাবে, হার্দিক পান্ডিয়া IPL ২০২৫-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন না। এর কারণ হল তিনি আগের মরশুমে ওভার-রেট লঙ্ঘন করেছিলেন।
এছাড়াও, BCCI জানিয়েছে যে, ইমপ্যাক্ট প্লেয়ার রুল, যা অনেক সমালোচনার মুখে পড়েছে, সেটি ২০২৭ সংস্করণ পর্যন্ত পর্যালোচনা করা হবে না। অর্থাৎ, 🅘বর্তমান IPL চক্রে এই নিয়ম বহাল থাকবে। এক সূত্র নিশ্চিত করেছে যে, ‘IPL ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালিয়ে যাবে, যা দলের একজন খেলোয়াড়কে ম্যাচ চলাকালীন বদলির সুযোগ দেবে, অন্তত ২০২৭ পর্যন্ত।’
আরও পড়ুন … IPL 2025-এর নতুন নিয়ম! দ্বিতীয় ইনিংসে দুটো বল, উঠে💮 গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা
BCCI DRS সংক্রান্ত খেলার শর্তাবলীও সংশোধন করেছে। এখন উচ্চতাজনিত ওয়াইড এবং অফ-স্টাম্পের বাইরের ওয়াইড বলের ক্ষেত্রেও DRS রিভিউ নেওয়া যাবে। এই পরিবর্তনগুলোর সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ নিয়ম যুক্ত হয়েছে—লালা ব𝔍্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব মোকাবিলায় দ্বিতীয় বল ব্যবহারের বিধান।