রবিবার থেকে ইশান কিষানের ভারতীয় দলে ফেরার লড়াইটা কি আরও জোরদার হল? নিজের IPL কেরিয়ারের প্রথম শতক হাঁকানোর মধ্যে দিয়েই কি ইশান কিষান নির্বাচকদের বার্তা দিলেন। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে একটি শতরানের অসাধারণ ইনিংস উপহার দে🔯ন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। এরপরে দারুণ একটা দৌড় দিয়ে নিজের শতরানের সেলিব্রেশন করেন ইশান কিষান। এই মুহূর্তটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
এই সেলিব্রেশন দেখে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি মনে করেন, ইশানের এই সেলিব্রেশন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর, ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তার পুরো🌜নো দল মুম্বই ইন্ডিয়ান্সের উদ্দেশ্যে ছিল।
গত নভেম্ব🦩রে মুম্বই ইন্ডিয়ান্স ইশান কিষানকে রিলিজ করে দিয়েছিল, এবং এরপর নিলামে সানরাইজার্স হায়দরাবাদ ইশানের উপর বাজি ধরেছিল। প্রথম ম্যাচেই তিনি সেই আস্থার প্রতিদান দেন। রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক উইকেটে ইশান কিষান ৪৭ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১০৬ রান করেন, যা SRH-কে ২৮৬/৬-এর বিশাল সংগ্রহ এনে দেয়। IPL-এর ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
ইশানের সেলিব্রেশন ছিল ভারতীয় দলে ফেরার বার্তা – মাইকেল ভন
ইশানের দুর্দান্ত ইনিংসের পর, ক্রিকবাজে কথা বলতে গিয়ে মাইকেল ভন বলেন, ইশানের সেলিব্রেশন ﷽শুধুমাত্র শতরানের জন্য ছিল না, বরং এটি ভারতীয় দলে ফেরার জন্যও একটি বার্তা ছিল। তবে তিনি স্বীকার করেন যে, ভারতীয় ক্রিকেটের বিশাল প্রতিভার ভাণ্ডারের কারণে আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির ওপর যথেষ্ট চাপ রয়েছে।
আরও পড়ুন … IPL 2025: LSG-র বিরুদ্ধে কি খেলবেন রাহু🌺ল? ও দলে যোগ দিয়েছে… বড় আপডেট দিলেন DC ক্যাপ্টেন
এই উদযাপন কেবলমাত্র শতক পাওয়ার জন্য ছিল না: মাইকেল ভন
ইশান কিষানের সেলিব্রেশন নিয়ে﷽ মাইকেল ভ বলেন, ‘এটি হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ছিল, হয়তো প্রধান নির্বাচকের জন্য ছিল, হয়তো রোহিত শর্মার জন্য ছিল, কিংবা পুরো ভারতের জন্য ছিল। এমনকি সারা বিশ্বের জন্যও হতে পারে। সে সত্যিই 💜দারুণ ব্যাটসম্যান।’
মাইকেল ভন আরও বলেন, ‘আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে চাইব না, কারণ সেখানে আলোচনা অনেক দীর্ঘ হবে। এত প্রতিভাবান খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নেওয়া কঠিন। আপনি ইশানকে বলবেন, ‘দুঃখিত, তুমি এখনও সেরা পাঁচে নেই।’ ভারতীয় ক্রিকেটের প্রতিভার গভীরতা বিশাল। তবে দলে জায়গা পাওয়ার একম🌄াত্র উপায় হল অসাধারণ কিছু করা। আর টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করাই সবচেয়ে কঠিন।’
আরও পড়ুন … IPL 2025-এ বর্ণবাদ! জোফ্রা আর্চারকে ‘লন্ডনের কালো ট্যাক্সি’ বলে বিতর্কে হর🤪ভজন সিং
MI-র ‘বিশৃঙ্খল’ পরিবেশ থেকে বেরিয়ে এসে ভালো করেছে ইশান- সাইমন ডুল
সাইমন ডুল বলেন, ‘ইশানের♓ জন্য পরিবর্তন দরকা꧋র ছিল, মুম্বইয়ের বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসা তার জন্য ভালো হয়েছে।’ নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাইমন ডুল মনে করেন, মুম্বই ইন্ডিয়ান্সের ‘বিশৃঙ্খল’ পরিবেশ থেকে বেরিয়ে এসে ইশানের কেরিয়ারের জন্য ভালো হয়েছে, এবং নতুন দলে এসে তিনি আরও ভালো পারফর্ম করতে পারছেন।
আরও পড়ুন … ভিডিয়ো: ধোনির সঙ্গে স্লেজিং করা! ম্যাচ শেষে MI ক্রিকেটারকে মারতে ꦇগেলেন মাহি? আসল ঘটনাটা কী?
নতুন দলে গিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ইশান- ডুল
সাইমন ডুল বলেন, ‘অনেক সময় খেলোয়াড়দের শুধু একটি পরিবর্তন দরকার হয়। নতুন পরিবেশ, নতুন দল, নতুন কোচিং স্টাফ—এসব অনেক পার্থক্য গড়ে দেয়। আমরা আগেও বলেছি, গত বছর মুম্বইয়ের দলটা বেশ বিশৃঙ্খল ছিল। সেখান থেকে বেরিয়ে এসে ইশান এখন দুর্দান্ত পারফর্ম করছে। অভিষেক শর্মা আউট হওয়ার পর ইশান এসে সেই💜 ছন্দ ধরে রাখে। তার প্রথম দুই বলের মধ্যে একটি চার মারতেই বোঝা গিয়েছিল, সে আজ বড় কিছু করবে। এরপর আর পিছনে ফিরে তাকায়নি সে। অনেক সময় নতুন পরিবেশ, নতুন কোচ, সরল বার্তা—এসব মিলিয়েই একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস ফিরে আসে। ইশানের ক্ষেত্রেও ত❀াই হয়েছে। আশা করি, এই ইনিংস তার পুরো মরশুমের জন্য টার্নিং পয়েন্ট হবে।’