বিশাখাপত্তনমে আজ আইপিএল ২০২৫ (IPL 2025) বিকেলের ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস শিবির। আজ রবিবার 🧔রয়েছে আইপিএলে ডবল 🌄হেডার, রাতের ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস, সেই ম্যাচ হবে গুয়াহাটিতে।
প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে টস জিতไেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে অক্ষর প্যাটেলের দিল্লিকে এই ম্যাচে আগে ফিল্ডিং করতে হবে। বিশাখাপত্তনমের পিচ ব্যাটিং সহায়কই বলা যায়, তাই ব্যাটাররা বড়সড় ভুল ন𝔉া করলে যে ২০০ রান উঠবেই প্রথম ইনিংসে, তাও অনুমান করে দেওয়া যায়। শেষ তিন ইনিংসে এই মাঠে প্রথম ইনিংসে উঠেছে ১৯১, ২৭২, ২০৯।
অজি বনাম অজি দ্বৈরথ
কিন্তু আসল লড়াই আজকের ম্যাচে অজিদের মধ্যে। দিল্লি ক্য়াপিটালসে রয়েছেন পেসার মিচেল স্টার্ক এবং ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। অন্যদিকে হায়দরাবাদে রয়েছেন ওপেনার ট্র্যাভিস হেড এবং পেসার তথা অধিনায়ক প্যাট কামিন্স। ফলে এই ম্যাচে লোকেশ রাহুল দিল্লি ক্যাপিটালসের হয়💟ে প্রত্যাবর্তন করলেও সবার নজর থাকছে অজি ব্রিগেডের লড🐈়াইয়ের দিকেই।
গতবার আইপিএলে হায়দরাবাদের ভিলেন স্টার্ক
অস্ট্রেলিয়ানদের দ্বৈরথে অবশ্য প্য়াট ♓কামিন্সের দলের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরমেন্স যথেষ্ট ভালো মিচেল স্টার্কের। গতবার আইপিএলে একাধিক ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠিলেন অস্ট্রেলিয়ান স্টার্ক। এর মধ্যে প্লে অফ ওয়ানে ইয়র্কার লেন্থ বলে হেডকে বোল্ডও করেছিলেন স্টার্ক, তেমন ফাইনালে একইরকম ডেলিভারিতে তিনি বোল্ড করেছিলেন অভিষেক শর্মাকে।
হেডের সঙ্গে স্টার্কের লড়াই
আন্তর্জাতিক ক্রিকেটে স্টার্ক এবং হেড একসঙ্গে খেললেও সর্বোচ্চ পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি বা ঘরোয়া লিগে দুই ক্রিকেটার মাঝেমধ্যেই একে অপরের বিরুদ্ধে খেলেছেন, সেক্ষেত্রে অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই শেষ হাসি হেসেছেন স্টার্কই। বাঁহাতি পেসার ট্র্যাভিস হেডকে সাতটি ইনিংসে বোলিং করেছেন ২৯টি। এর মধ্যে হেড তাঁর বিরুদ্ধে করেছেন মাত্র ৮ রান। তবে একটিও বাউন্ডারি মারতে পারেননি। আর আউট হয়েছেন ৫বার,চারবারই বোল্ড। এই পরিসংখ্যান🍎ই বলে দিচ্ছে অভিজ্ঞতার দিক থেকেই বারংবার বাজিমাত করেছেন স্টার্ক।