রবিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল টু লঙ্ঘনের জন্য দো🍨ষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। তার জেরে তাঁকে বড় শাস্তির মুখে পড়তে হয়েছে। তাঁর ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়েছে। পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে খুশদিলকে ইচ্ছাকৃত ভাবে কিউয়ি ফাস্ট বোলার জা🐎কারি ফক্সকে ধাক্কা দিতে দেখা যায়। আর এহেন জঘন্য কাজের জন্য আইসিসি খুশদিলকে বড় শাস্তিই দিয়েছে। শুধু জরিমানাই নয়, পাকিস্তানের অভিজ্ঞ এই খেলোয়াড়কে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে।
সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের
পাকিস্তান ক꧃্রিকেট টিমের জন্য সময়টা সত্যিই বড় খারাপ যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৯ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। আর এবার দলের তারকা খেলোয়াড় খুশদিল শাহকে আইসিসি-র শাস্তি আর একটি বড় ধাক্কা পাক টিমের কাছে। খুশদিলের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আসলে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ইনিংসের সময়, খুশদিল রান নেওয়ার সময় ইচ্ছাকৃত ভাবে কিউয়ি বোলার জাকারি ফক্সকে ধাক্কা দেন তিনি।
আরও পড়ুন: বয়স বাড়লেও মেজাজ বদলꦅায়নি, মাস্টার্স লিগের ফাইনালে তুমুল ঝামেলা যুবরাজও উইন্ডিজ তারকার- ভিডিয়ো
ম্যাচ রেফ🏅ারি খুশদিলের এই কাণ্ড মোটেও ভালো ভাবে নেননি। এবং তিনি অভিজ্ঞ পাকিস্তানি খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া রিপোর্ট জমা দেন। যার জেরে খুলদিলকে কঠোরতম শাস্তি পেতে হয়। আইসিসি খুশদিলকে আচরণবিধির ধারা ২.১২-এর জন্য দোষী সাব্যস্ত করেছে। খুশদিল তাঁর ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।
আরও পড়ুন: IPL 2025-এ খেলার সুযোগ পেতেই 💖PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র
প্রথম টি-টোয়েন্টিতে শোচনীয় পরাজয় পাকিস্তানের
প্রথম টি-টোয়েন্টি আন্ত🔥র্জাতিক ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের পুরো দল। দলের দুই ব্যাটসম্যান খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। আরও ছয় জন ব্যাটসম্যান এক অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিলই। এছাড়া ১৮ রান করেন পাক অধিনায়ক সলমন আগা। ১৭ করেছেন জাহানদাদ খান। রান তাড়া করতে নেমে ১০.১ ওভারে এক উইকেট হারিয়ে ৯২ রানের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউয়ি ব্যাটার টিম সেফার্ট ২৯ বলে ৪৪ রান করেন এবং ফিন অ্যালেন ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।