শনিবার ২২ মার্চ থেকে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডারꦉ্স। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল এবারে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কাপ ডিফেন্ড করার লক্ষ্যে এবার সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরাসহ গতবা✨রের জয়ী দলের কোর গ্রুপকে ধরে রেখেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
কবে থেকে শুরু ক্যাম্প?
কলকাতায় প্রথম ম্যাচ নাইটদের। ইতিমধ্যেই আইপিএলের আগে অধিনায়ক চূড়ান্ত করে ফেলেছে কেকেআর এবং আরসিবি দুই শিবিরই। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এই🅘 ম্যাচে দেখা যাবে আজিঙ্কা রাহানেকে, যিনি অতীতে কেকেআরে খেললেও অধিনায়কত্ব করেননি। আর আরস♉িবি দলের অধিনায়কত্ব করবেন এবারে রজত পতিদার। এরই মধ্যে অনুশীলন বা শিবির শুরুর দিনক্ষণ জানিয়ে দিলেন কেকেআর কোচ।
নতুন কোচিং স্টাফ এসেছে নাইট শিবিরে
কলকাতা নাইট রাইডার্স গতবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা কোচিং স্টাফের জনা কয়েক বাদ দিলে প্রায় সবই বদলে গেছে। কারণ গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে ভারতীয় দলের কোচ হয়েছেন। সঙ্গে করে নিয়ে গেছেন অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতেদের। কোচ হিসেবে চন্দ্রক☂ান্ত পণ্ডিত থেকে গেলেও মেন্টর হিসেবে আনা হয়েছে ডোয়েন ব্র্যাভো, সহকারি কোচ হিসেবে যুক্ত হয়েছেন ওটিস গিবসন।
বুধবার থেকে শুরু নাইটদের ক্যাম্প
বুধবার থেকেই কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে ইডেন গার্ডেন্সে। নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে দিলেন, ‘মঙ্গলবার থেকে আমরা অনুশীলন শুরু করে দিচ্ছি, কারণ হাতে সময় কম। তবে কয়েকজন হয়ত বুধবার দলের সঙ্গে যোগ দিতে পারবে না। কারণ ভারতীয় দলের বেশ কয়েকজন ক্র𒉰িকেটার সবেমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছে। এছাড়াও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার কয়েকদিন পরে দলের সঙ্গে যোগ দেবে, তবে আমরা বুধবার থেকেই ক্যাম্প শুরু করে দিচ্ছি ’।
সমর্থকরাই মোটিভেশন, বলছেন পণ্ডিত
চন্দ্রকান্ত পণ্ডিত আরও বলছেন, ‘আমরা আবার ঘরের মাঠে🍬 খেলব, আমাদের নিজেদের সমর্থকরা থাকবে। এটা একটা খুবই ভালো 𝓰অনুভূতি। এটা ক্রিকেটারদেরও আলাদাভাবে একটা মোটিভেশনের কাজ করতে থাকবে, সেটা এর আগেও কোচিংয়ের সময় দেখেছি ’। ২২ তারিখের ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স আসমের বারসাপারা স্টেডিয়ামে খেলবে পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৬ মার্চ।