⛦ পঞ্চাশ ওভারের বিশ্বকাপের স্মৃতি ফিরল চ্যাম্পিয়ন্স ট্রফিতে! ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় যেমনভাবে বিভিন্ন কায়দায় সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হচ্ছিল, এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের পরও সেই কায়দায় বিজয়ীর হাতে মেডেল তুলে দেওয়া হল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় ফিল্ডাররা একাধিক সুযোগ ফস্কালেও কয়েকটি ভালো ক্যাচ ধরেছেন। করেছেন ভালো ফিল্ডিং। আর শেষপর্যন্ত সেরা ফিল্ডারের মেডেল পেয়েছেন কেএল রাহুল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আর তাঁকে মেডেল পরিয়ে দেন ভারতের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা।
‘ক্যাচ তো আমিও ভালো ধরেছি’, সওয়াল শামির!
ꩵনিজেকে সেই মেডেল জয়ের অন্যতম দাবিদার বললেও শামির ভাগ্যে শিঁকে ছেঁড়েনি। যিনি সেরা ফিল্ডারের নাম ঘোষণার আগে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপকে দেখিয়ে বলেন, 'আমাদের ফিল্ডিং কোচকে খুব ব্যস্ত বলে মনে হচ্ছে। কাকে (মেডেল) দিতে হবে, সেটা নিশ্চয়ই ঠিক করছে। কে মেডেল পাবে, সেটা দেখতে হবে। ক্যাচ তো আমিও ভালো ধরেছি।'
'নমিনেশন' তালিকায় শামি নেই, কারা কারা থাকলেন?
🐓শেষপর্যন্ত 'নমিনেশন' তালিকায় শামির নাম আসেনি। সেই তালিকায় নাম ছিল বিরাট কোহলি, রাহুল এবং শুভমন গিলের। আর বিজয়ীর নাম ঘোষণা করার দায়িত্ব দলের ‘লাইভ ওয়্যার’ জাদেজাকে দেন ফিল্ডিং কোচ। সেইসঙ্গে সবাইকে ড্রেসিংরুমের বাইরে ডেকে নেন।
🌺কোথায় বিজয়ীর নাম ঘোষণা করা হবে, তা নিয়ে সকলের মধ্যে কানাঘুষো চলতে থাকে। জাদেজা তো বলে দেন, ‘উইকেটের মাঝে ঘোষণা করা হবে নাকি!’ শেষপর্যন্ত জায়ান্ট স্ক্রিনে নাম ঘোষণা করা হয়। ২০২৩ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে বিরাট সেই পুরস্কার পেলেও এবার রাহুল বাজিমাত করেছেন।
তবে উদ্বেগও থাকছে ভারতের ফিল্ডিং নিয়ে
👍তবে টিম ইন্ডিয়ার ফিল্ডিংয়ে তিনি যে পুরোপুরি সন্তুষ্ট নন, সেটাও বুঝিয়ে দিয়েছেন কোচ। রোহিত শর্মা একটা সহজ সুযোগ ফস্কে দেন। রাহুলও একটা স্টাম্পিং মিস করেন (দুটি দুর্দান্ত ক্যাচও ধরেছেন)। সহজ ক্যাচ ধরতে পারেননি হার্দিক পান্ডিয়াও। উদ্বেগটা আরও বেড়েছে, কারণ বৃহস্পতিবার দিনের আলোয় ফিল্ডিং করেছে ভারত। দুবাইয়ের মাঠে ফ্লাডলাইটে ফিল্ডিংয়ের বল নির্ধারণ করতে কিছুটা সমস্যা হয়। সেই সমস্যার মুখে পড়তে হয়নি ভারতকে। তারপরও কমপক্ষে তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেছে।
🉐যদিও একদিনের সেই পারফরম্যান্স নিয়ে মাথা ঘামাতে নন অনেকেই। তাঁদের মতে, বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং দল হল ভারত। একদিন এরকম হতেই পারে। এই ভারতীয় দলই দুর্দান্ত ক্যাচ ধরেছে। আগামিদিনেও সেটা করবে বলে মনে করছে ওই মহল।