আইপিএলের প্রায় প্রতি ম্যাচেই কোনও কোনও ক্রিকেটার ব্যক্তিগত নজির গড়ছেন। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ১৯তম লিগ ম্য🐈াচে সম্মুখসমরে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে দু'দলের একাধিক ক্রিকেটারের সামনে ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে।
সোমবার ওয়াংখেড়েতে বিরাট রেকর্ড গড়তে পারেন কোহলি ও ভুবনেশ্বর। ব্যক্তিগত নজির গড়তে পারেন জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে দুই পান্ডিয়া ভাই। দেখে নেওয়া যাক মুম্বই বনাম আরসিবি ম্যাচে কোন কোন ক্রিকেটারের সামনে ব্যক্তিগত নজির গড়ার সু𒐪যোগ রয়েছে।
এমআই বনাম আরসিবি ম্যাচে ব্যক্তিগত নজির গড়তে পারেন কারা?
১. সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ৩টি চার মারলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে🔥র ৪০০টি চার মারার নজির গড়বেন হার্দিক পান্ডিয়া।
২. আরসিবির বিরুদ্ধে এই ম্যাচে🌱 ২টি উইকেট নিলে টি-২০ কেরিয়ারের ২০০ উইকেট 𒁏নেওয়ার মাইলস্টোন ছোঁবেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক।
৩. ওয়াংখেড়েতে আরসিবির বিরুদ্ধে ৮টি চার মারলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে🌠 ২০০টি চার মারার কৃতিত্ব অর্জন করব🐭েন মুম্বই দলনায়ক পান্ডিয়া।
৪. বেঙ্গ🐲ালুরুর বিরুদ্ধে এই ম্যাচে ৫টি উইকেট নিলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ৩০০ উইকেট নেওয়ার মাইলস্ট🦩োন ছোঁবেন জসপ্রীত বুমরাহ।
৫. আরসিবির বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩টি চার মা🅰রলে আইপিএল কেরিয়ারে ১০০টি চার মারার কৃতিত্ব অর্জন কর🌠বেন এমআই তারকা তিলক বর্মা।
৬. বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯০ রান করলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারের ৩৫০০ রান পূর্ণ ꦜকরবেন তিলক।
৭. মুম্বই 🃏ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ১০৪ রান করলে আইপিএল কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করবেন আরসিবি দলনায়ক রজত পতিদার।
৮. মুম্বইয়ের বিরুদ্ধে ৮টি চার মারলে টি-২০💙 কেরিয়ারে ২০০টি꧑ চার মারার মাইলস্টোন ছোঁবেন পতিদার।
৯. মুম্বইয়ের বিরুদ্ধে ৩টি ছয় মারলে টি-২০ কেরিয়ারে ১৫০টি ছয় মার🐬ার মাইলস্টোন ছোঁবেন রজত।
১০. মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে মাত♏্র 🦩১৭ রান করলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ১৩ হাজার রান পূর্ণ করবেন বিরাট কোহলি।
১১. মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১টি উইকেট নিলেই ডোয়েন ব্র্যাভোকে টপকে (১৮৩) এককভাবে আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারীতে পরিণত হবেন আরসিবির ভু♚বনেশ্বর কুমার।
১২. মুম্বইয়ের বিরু✅দ্ধে ৭টি চার মারলে টি-২০ কেরিয়ারে ২৫০টি চার মারার মাইলস্টোন ছোঁবেন ক্রুণাল পান্ডিয়া।
১৩. মুম্বইয়ের বিরুদ্ধে ꦐ২টি ছয় মারলে টি-২০ কেরিয়ারে ১০০টি ছ🔯য় মারার মাইলস্টোন ছোঁবেন ক্রুণাল।
১৪. মুম্বইয়ে🐽র বিরুদ্ধে ২টি উইকেট নিলে টি-২০ কেরিয়ারে ১৫০টি উইকেট নেওয়ার মাইলস্ꦐটোন ছোঁবেন ক্রুণাল।
১৫. মুম্🃏বইয়ের বিরুদ্ধে ৫টি চার মারলে আইপিএল কেরিয়ারে ১৫০টি চার মারার মাইলস্টোন ছোঁবেন ক্রুণাল পান্ডিয়া।