২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্প♎িয়ন্স ট্রফি অভিযানে নিউজিল্যান্ডকে দুবার হারালেও ভারতের অন্যতম সেরা ম্যাচ জয় ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে। ২০💝২৩ সালে, ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে -এর দলের কাছে ভারত হেরে গেছিল। সেই জ্বালা কিছুটা জুড়িয়ে যায় সেমিতে অজিদের হারানোয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্পিনার কুলদীপ যাদব, তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে ভারতীয় দল আর ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চায়নি। কারণ তখনও পর্যন্ত টিম ইন্ডিয়াকে তাড়া করে বেরাচ্ছিল ২০২৩ বিশ্বক𓄧াপ ফাইনালে হারের ধাক্কা।
বড় দাবি কুলদীপের
কুলদীপ যাদব সম্প্রতি বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। সেখানেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী 🥃অধিনায়ক মাইকেল ক্লার্কের কাছে তিনি স্বীকার করে নেন যে, ‘আমরা চেয়েছিলাম অস্ট্রেলিয়ার সঙ্গে যাতে আমাদের সেমিফাইনালে খেলা হয়ে যায়, ওদের আর ফাইনালে আমরা খেলতে চাইনি, কারণ ফাইনালে ওদের বিরুদ্ধে খেলাটা আলাদারকম চাপের। তার থেকে সেমিফাইনালে খেলে নেওয়া ভালো। ’।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের জন্য ছিটকে গেছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পরিবর্তে স্টিভ স্মিথ অধিনায়কত্ব করেছিলেন। সেই ম্যাচে বিরাট কোহলির ভারত চার উইকেট হাতে রেখে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে নেয়। বিরাট কোহলি নিজে ৯৮ বলে🔴 ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ের কাছে নিয়ে যান।
ফাইনালে দুরন্ত বোলিং কুলদীপের
নভেম্বরে হার্নিয়া অস্ত্রোপচারের পর কুলদীপ🐎 বেশ কয়েক সপ্তাহ খেলার থেকে দূরে ছিলেন। কিন্তু এই বড় ইভেন্টের ঠিক আগেই তিনি মাঠে ফেরে এবং সব সমালোচনার জবাব দেন। অনেকেই তাঁকে নিয়ে গত ওডিআই এবং টি২০ বিশ্বকাপের পর সমালোচনা করেছিলেন, যে নকআউটে তাঁর পারফরমেন্স ভালো নয়। তবে ফাইনালে ভারতের জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখেন কুলদীপ, কারণ রাচিন রবীন্দ্রসহ কিউয়িদের টপ অর্ডারকে তিনি ধাক্কা দেন।
প্রত্যেক সিরিজে সতর্ক থাকতে হবে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান মসৃণ ছিল, কিন্তু টুর্নামেন্টের আগে ভারতীয় দল পাঁচ মাস ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের পাশাপাশি ঘরের মাঠে টেস্ট সিরিজে তাঁদের হোয়াইটওয়াশও হতে হয়েছিল। যা নিয়ে কুꦍলদীপ বলছেন, “আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরেছিলাম এবং অনেক মিডিয়ায় সেই নিয়ে আলোচনা হয়েছিল। BCCIও কঠোর হয়েছিল। প্রতিটি সিরিজে আপনাকে সতর্ক থাকতে হবে"।