এমআই নিউ ইয়র্ক আসন্ন মেজর লিগ ক্রিকেট (এমএলসি ২০২৫)-এর আসরের জন্য নিজেদের দল ঘোষণা করেছে। তারকা খচিত দলে জায়গা পেয়েছেন নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রশিদ খান এবং ট্রেন্ট বোল্টের মতো তারকা ক্রিক♉েটার। এবারের এমএলসি শুরু হতে চলেছে ১৩ জুন থেকে এবং পুরো মাস জুড়ে চলবে এই টুর্নামেন্টটি।
এই আসরে দক্ষিণ আফ্রিকার দুই তারকা কুইন্টন📖 ডি'কক ও জর্জ লিন্ডে, আফগানিস্তানের নবীন-উল-হক ও আজমতউল্লাহ ওমরজাই এবং নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এমআই নিউ ইয়র্কের হয়ে খেলবেন।
এই নতুনদের সঙ্গে যোগ দিচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ রিটেন্ড (ধরে রাখা) বিদেশি খেলোয়াড়। এই তালিকায় রয়েছඣেন নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রশিদ খান এবং ট্রেন্ট বোল্ট। এছাড়া ঘরোয়া রিটেন্ড খেলোয়াড়দের তালিকায় রয়েছেন, মোনাঙ্ক প্যাটেল, নোস্তুশ কেনজিগে, হিথ রিচার্ডস, এহসান আদিল, রুশিল উগারকার, সানি প্যাটেল। এবং ২০২৫ সালের ড্রাফট থেকে নেওয়া হয়েছে অগ্নি চোপড়া, কুনওয়ারজিৎ সিং, শরদ লুম্বা ও তজিন্দর সিং।
অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডি'কক আগে থেকেই এমআই পরিবারের অংশ ছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এবং এই সময়ে দুইবার শিরোপা জিতেছেন। জর্জ লিন্ডে হলেন এমআই কেপটাউনের ২০২৫ সালের SA20 শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ ক্রি🔯কেটার এবং ২০২৩ সাল থেকে এই দলের অন্যত♛ম সেরা ক্রিকেটার ছিলেন তিনি।
২০২৪ সালের বর্ষসেরা ওডিআই ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই এমআই কেপটাউনে রশিদ খান, ট্রেন্ট বোল্ট ও লিন্ডের সঙ্গে খেলেছেন এবং তিনিও ২০২৫ সালের শিরো🍌পা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে, নবীন উল হক ও মাইকেল ব্ꦓরেসওয়েল এবার এমআই নিউ ইয়র্কের হয়ে গত তিন বছরে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন।
আরও পড়ুন … IPL 2025: মিথ্যে বলব না, কিছুটা চাপ আছে … নিজের প্রাইস ট্যাগ নিয়ে কী বললেন বেঙ্কট💮🔥েশ আইয়ার?
গত আসরে এমআই নিউ ইয়র্ক দলে ছিলেন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, ডেওয়াল্ড ব্রেভিস, টিম ডেভি𒊎ড ও রোমারিও শেফার্ড। কিন্তু ২০২৫ সালের আগে এই সব তারকা টি২০ খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে স্টিভেন টেইলর, রিউবেন ক্লিনটন ও শায়ান জাহജাঙ্গীরকেও ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও দলে নেওয়া হয়েছে অগ্নি চোপড়াকে।
আরও পড়ুন … IPL 2ꦬ025: ভাইরাল হল রোহিত-জাহির-পন্তের ৬ সেকেন্ডের ভিড﷽িয়ো! ফের বিতর্কে জড়িয়ে গেলেন হিটম্যান
গত মরশুমে শিরোপা ধরে রাখার চেষ্টায় থাকা এমআই নিউ 🥂ইয়র্ক, এলিমিনেটর ম্যাচে টে꧙ক্সাস সুপার কিংসের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নেয়। এক প্রায় নিখুঁত পরিকল্পনার মাধ্যমে টেক্সাস সুপার কিংস এমআই নিউ ইয়র্কের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দেয়।
আরও পড়ুন … রাহা🦹নের ব্যাগে লাথি, কোচ-কর্তাদের সঙ্গে ঝামেলা! সামনে এল যশস্বীর মুম্বই ছাড়ার আসল কারণ- ꦚরিপোর্ট
এমআই নিউ ইয়র্ক ২০২৫ স্কোয়াড:
কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ট্রেন্ট বোল্ট, রশিদ খান, মোনাঙ্ক প্যাটেল, নোস্তুশ কেনজিগে, হিথ রিচার্ডস, এহসান আদিল, সানি প্যাটেল, রুশিল উগারকার, জর্জ লিন্ডে, কু༺ইন্টন ডি কক, মাইকেল ব্রেসওয়েল, না♚ভীন-উল-হক, আজমতউল্লাহ ওমরজাই, কুনওয়ারজিৎ সিং, শরদ লুম্বা, তজিন্দর সিং এবং অগ্নি চোপড়া।