সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে বিশাল জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্প🍷িনার বরুণ চক্রবর্তী। তিনি দলের জয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, ব⛄ৈভব আরোরা ও রিঙ্কু সিং-এর দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে SRH-এর বিরুদ্ধে ৮০ রানের বিশাল জয় নিশ্চিত করতে KKR-এর হয়ে দুর্দান্ত বোলিং করেন বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী। দুজনেই🤪 তিনটি করে উইকেট শꦗিকার করেছিলেন। চলুন জেনে নেওয়া যাক এই ম্যাচ জয়ের পরে কী বলেছিলেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন … IPL 2025: ইডেনে KKꦯR-র কাছে হারের🌃 জন্য কে দায়ী? কী বললেন SRH অধিনায়ক প্যাট কামিন্স?
‘আমাদের জন্য আজকের ম্যাচটা পারফেক্ট ম্যাচ ছিল’-বরুণ চক্রবর্তী
ম্যাচের পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরুণ চক্রবর্তী বলেন, ‘অংকৃষ অসাধারণ ব্যাটিং করেছে, বেঙ্কটেশ ম্যাচকে গভীরে নিয়ে গেছে এবং রিঙ্কু শেষটা ভালো করেছে। আমি মনে করি, আমরা অন্তত ১০ রান বেশি তুলেছিলাম এবং আমি আত্মবিশ্বাসী ছিলাম𝓰 যে, আমরা এই রান ডিফেন্ড করতে পারব। বৈভব দারুণ বল করেছে, তার নেওয়া প্রতিটি উইকেট গুরুত্বপূর্ণ ছিল এবং আমি ওর জন্য খুব খুশি।’
আরও পড়ুন … হেরেও খুশি বাগান কোচ! মোলিনার বিশ্বাস সল্টলেক স্টেড𒀰িয়ামে জিতে ফাইনালে উঠবে মোহনবাগান
রাহানে-রাসেলকে নিয়ে কী বললেন বরুণ চক্রবর্তী?
বরুণ চক্রবর্তী আরও বলেন, ‘রাহানে প্রথমবারের মতো আꦗমাদের নেতৃত্ব দিচ্ছে। সে আমাদের দলে খুব বেশি ম্যাচ খ📖েলেনি, কিন্তু আজ সে দারুণ খেলেছে। আমরা চাইনি যে খেলা শেষ পর্যন্ত গড়াক এবং সেটা আন্দ্রে রাসেলের জন্য রেখে দিয়েছিলাম, কারণ সে আমাদের সেরা ডেথ বোলার।’
আরও পড়ুন … মোহনবাগান সমর্থকদের উপর হামলা! এমন ঘটনা কিছুতেই মানা যায় না- সমর্থকদের পাশ𒁃ে দাঁড়🍷াল ক্লাব
‘ক্লাসেনকে নিয়ে কিছুই অনুমান করা যায় না’ বরুণ চক্রবর্তী
এনরিখ ক্লাসেনকে ‘সেরা ব্যাটার’ হিসেবে উল্লেখ করে বরুণ বলেন, যখন সে ক্রিজে থাকে তখন কিছুই নিশ্চিত করা যায় না। KKR-এর এℱই স্পিনার বলেন, ‘গত দুই দিন আমাদের জন্য কঠিন ছিল, কারণ আগের ম্যাচে আমরা বড় ব্যবধানে হেরেছিলাম। তাই পরিকল্পনা ছিল ক্রিজে টিকে থাকা, রান যোগ করা এবং শেষে দ্রুত রান তোলা। আপনি কিছুই নিশ্চিত ধরে নিতে পারবেন না, আজ আপনি ༺ভালো বল করতে পারেন কিন্তু পরের ম্যাচে অনেক রান দিয়ে বসতে পারেন। তাই শুধু অনুশীলন চালিয়ে যেতে হবে, জিমে যেতে হবে এবং নিজের কাজটা ঠিকভাবে করতে হবে। আজকের ম্যাচটা আমাদের জন্য পারফেক্ট ছিল, এখন এই ফর্ম ধরে রাখতে হবে।’
IPL-এ সকলেই প্রথম চারটি ম্যাচে নিজেদের গুছিয়ে নেয়- বরুণ
বরুণ চক্রবর্তী আরও বলেন, ‘পরাজয় সত্যিই বড় ছিল। তবে গত বছরও আমরা এমন হার দেখেছি, কিন্তু আমরা আমাদের ব্যাটারদের সমর্থন করেছি, একে অপরকে দোষারোপ করিনি। সময় নাও, পিচের সঙ্গে মানিয়ে নাও, আর তারপর শেষ পাঁচ ওভারে ৭০-৮০ রান তোলার চেষ্টা করো। আজ যদি ভালো স্পেলও পাও, পরের ম্যাচে আবাﷺর নতুন করে শুরু করতে হবে। আইপিএলে সকলেই প্রথম চারটি ম্যাচে নিজেদের গুছিয়ে নিতে সময় নেয়… তাই এটি শুধু ধাপে ধ𓆉াপে গড়ে তোলার ব্যাপার।’