😼 ট্রফি জয় ও ফাইনালে ওঠার নিরিখে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সব থেকে সফল দল চেন্নাই সুাপর কিংস। শুধু মাঠের লড়াইয়েই নয়, এবার বোঝা গেল জনপ্রিয়তাতেও সবার সেরা সিএসকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যার নিরিখে বাকিদের টেক্কা দিচ্ছে চেন্নাই। সেই নিরিখে বলাই যায় যে, আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগেই বিশেষ এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন সিএসকে।
𝐆আসলে আইপিএল ২০২৫-এর আগে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার বা এক্স হ্যান্ডেলে কোন দলের কত ফলোয়ার, তার সার্বিক তালিকা তৈরি করলে বাকি আইপিএল দলগুলিকে টেক্কা দিচ্ছে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, নতুন আইপিএল মরশুম শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ফলোয়ার চেন্নাইয়ের।
ꦓএই নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও ইনস্টাগ্রাম ও টুইটারে চেন্নাইয়ের থেকে পিছিয়ে থাকলেও ফেসবুকে ধোনিদের কড়া টক্কর দিচ্ছেন রোহিতরা। ফেসবুকে অবশ্য সব থেকে বেশি ফলোয়ার সার্বিক তালিকায় আরসিবির পিছনে চার নম্বরে থাকা কেকেআরের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেকেআরের ফেসবুক ফলোয়ার ১৭ মিলিয়ন। সেখানে চেন্নাই ও মুম্বইয়ের ফেসবুক ফলোয়ার ১৪ মিলিয়ন করে। আরসিবির ফেসবুক ফলোয়ার ১০ মিলিয়ন।
আইপিএলের ১০টি দলের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার
𓆏ইনস্টাগ্রাম ও টুইটারে সব থেকে বেশি ফলোয়ার চেন্নাইয়ের। সোশ্যাল মিডিয়ায় সব থেকে কম ফলোয়ার লখউ সুপার জায়ান্টসের। অর্থাৎ, লখনউ রয়েছে তালিকার ১০ নম্বরে। তালিকার ৯ নম্বরে রয়েছে গুজরাট টাইটানস।