𝓀 গতবছর বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দুর্দান্ত এক মাইলস্টোন টপকে যান যুজবেন্দ্র চাহাল। সেই সঙ্গে দখল নেন আইপিএলের ইতিহাসের সর্বকালীন এক রেকর্ডের। এবছর দল বদলেছেন যুজি। তাঁকে ১৮ কোটির বিপুল অর্থে দলে নিয়েছে পঞ্জাব কিংস। নিজের সুনাম অনুযায়ী বল করতে না পারলেও এবছর সম্ভবত চাহালের দুর্দান্ত সেই আইপিএল রেকর্ড অক্ষুন্ন থাকবে।
🦩এক্ষেত্রে রেকর্ড ভাঙার দৌড়ে চাহালের মূল প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩ জন। তবে তাঁদের থেকে যুজির ব্যবধান এতটাই যে, তাঁকে টপকে যাওয়া মুশকিল হবে বাকিদের পক্ষে। কেননা চাহাল নিজেও এবছর কিছু উইকেট সংগ্রহ করবেন নিশ্চিত।
༺আসলে আইপিএলের ইতিহাসে প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র বোলার হিসেবে ২০০ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি উইকেট নেওয়ার সর্বকালীন রেকর্ড রয়েছে তাঁর নামেই। যুজি ১৬০টি আইপিএল ম্যাচের ১৫৯টি ইনিংসে বল করে সাকুল্যে ২০৫টি উইকেট নিয়েছেন। এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পীযূষ চাওলা। তবে তিনি এবছর আইপিএলে দল পাননি। চাওলা ১৯২টি আইপিএল ম্যাচের ১৯১টি ইনিংসে বল করে সাকুল্যে ১৯২টি উইকেট নিয়েছেন।
♕তালিকার তিন নম্বরে থাকা ডোয়েন ব্র্যাভো খেলা ছেড়েছেন ইতিমধ্যেই। কেকেআরের মেন্টর হওয়া ব্র্যাভো ১৬১টি আইপিএল ম্যাচের ১৫৮টি ইনিংসে বল করে ১৮৩টি উইকেট নিয়েছেন। তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা তিন বোলার এক্ষেত্রে চাহালের রেকর্ড ভাঙার সব থেকে বড় দাবিদার।
🤪চার নম্বরে থাকা ভুবনেশ্বর কুমার ১৭৬টি আইপিএল ইনিংসে বল করে ১৮১টি উইকেট নিয়েছেন। সুনীল নারিন ও রবিচন্দ্রন অশ্বিন সংগ্রহ করেছেন ১৮০টি করে উইকেট। নারিন ১৭৫টি ইনিংসে বল করেছেন। অশ্বিন বল করেছেন ২০৮টি ইনিংসে। সুতরাং, ভুবনেশ্বরের থেকে চাহালের ব্যবধান ২৪টি উইকেটের। নারিন ও অশ্বিনের থেকে যুজির ব্য়বধান ২৫টি উইকেটের। তাই এই ব্যবধান মিটিয়ে চাহালকে টপকানো মুশকিল হবে তিন তারকার পক্ষে।
আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া ১০ বোলার
১. যুজবেন্দ্র চাহাল- ২০৫টি উইকেট।
২. পীযূষ চাওলা- ১৯২টি উইকেট।
৩. ডোয়েন ব্র্যাভো- ১৮৩টি উইকেট।
৪. ভুবনেশ্বর কুমার- ১৮১টি উইকেট।
৫. সুনীল নারিন- ১৮০টি উইকেট।
৬. রবিচন্দ্রন অশ্বিন- ১৮০টি উইকেট।
৭. অমিত মিশ্র- ১৭৪টি উইকেট।
৮. লসিথ মালিঙ্গা- ১৭০টি উইকেট।
৯. জসপ্রীত বুমরাহ- ১৬৫টি উইকেট।
১০. রবীন্দ্র জাদেজা- ১৬০টি উইকেট।