লখনই সুপার জায়ান্টের হয়ে আইপিএল ২০২৫র শুরুটা ব্যাট হাতে করেছিলেন দুরন্ত ভঙ্গিতে মিচেল মার্শ। আর বল হাতে নজর কাড়লেন আইপিএল ২০২৫এ অবিক্রিত থাকা শার্দুল ঠাকুর। একটা সময় আইপিএলের নিলামে কোনও দলই তাঁকে দলে নেয়নি। ভারতীয় দলের তার꧃কা অলরাউন্ডার অবশ্য তাতে ভেঙে পড়েননি, অপেক্ষা করছꦆিলেন সুযোগের।
আইপিএল ২০২৫র আগেই সুযোগ চলে আসে শার্দুলের কাছে। কেন তাঁর নামের পাশে মজা করে সমর্থকরা লর্ড আখ্যা বসিয়ে থা🍸কেন, সেটাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন এই ক্রিকেটার। ব্যাট হাতে তাঁকে পাঠিয়ে কিছুটা গ্যাম্বেল করেছিলেন জাহির খানরা, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তবে নিজের আসল কাজটা ভালোভাবেই সামলালেন শার্দুল ঠাকুর।
দুরন্ত কামব্যাক লর্ড শার্দুলের
মোহসিন খান চোট পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিট হয়ে উঠতে না পারায় এলএসজিতে পরিবর্ত ক্রিকেটার হিসেবে যোগ দেন শার্দুল ঠাকুর। আর বল হাতে নিজের কামব্যাক ওভারেই উইকেট তুলে নিলেন এই তারকা। নিজের ওভারের তৃতীয় বলেই তিনি সাজঘরে ফের𝓡ালেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। আয়ুষ বাদোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বাদোনি।
এক ওভারেই জোড়া উইকেট
একই ওভারে ফের উইকেট। পঞ্চম বলেই দিল্লির গতবারের আরেক ওপ🦩েনার ব্যাটার অভিষেক পোড়েলকেও সাজঘরে ফেরালেন শার্দুল ঠাকুর। এক্ষেত্রে অভিষেক রানের খাতা খুলতেই প𝕴ারলেন না। নিকোলাস পুরানের হাতে ক্যাচ তুলে তিনি সাজঘরে ফিরলেন। মাত্র ২ রানের মধ্যেই জোড়া উইকেট পড়ে যাওয়ায় দিল্লি ক্যাপিটালস চলে যায় ব্যাকফুটে।
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নজর কাড়লেন সিদ্ধার্থ
এরপর দরকার ছিল অপর এন্ড থেকে শার্দুলকে সমর্থন করা। সেটা ভালোই করলেন আইপিএলের নবাগত বোলাররা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তামিলনাড়ুর ছেলে মণিমারান সিদ্ধার্থকে সুযোগ দিয়েছিল এলএসজি। বাঁহাতি এই স্পিনার নজর কাড়লেন নিজের প্রথম ওভারেই। দিল্লির ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ঋষভ পন্তের হাতে ক্যাচ তুলে আউট হলেন সামির রিজভি। 🐼কেকেআরেও অতীতে খেলেছেন এই বাঁহ⭕াতি স্পিনার। তবে সেখানে তেমন সুযোগ না পেলেও এবারের আইপিএলে শুরুতেই নজর কাড়লেন তিনি
দিগ্বেশ ফেরালেন অক্ষরকে
পাওয়ারপ্লের মধ্যেই আইপিএলে আরেক তরুণ নবাগত বোলার দিগ্বেশ সিংকে সুযোগ দিয়েছিল এলএসজি। মনে হচ্ছিল, এই গ্যাম্বেলটা হয়ত কাজে নাও লাগতে পারে। কা💝রণ ততক্ষণে অক্ষর প্যাটেল আসতে আসতে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। তবে ২৫ বছর বয়সী রাইট আর্ম লেগব্রেক বোলার আউট করেন অক্ষর প্যাটেলকে। ১১ বলে ২২ রান করে নিকোলাস পুরানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন দিল্লির ওপেনার। দিল্লির হয়েই এলএসজির এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন, সেই দিল্লির ছেলেই LSGকে বসিয়ে দিলেন চালকের আসনে।