আইপিএল ২০২৫ শুরু হতে আর দিন তিনেক বাকি। এরপরই ফের ১০ দল মাঠে নেমে পড়বে কাপ জয়ের লক্ষ্যে। আইপিএল ২০২৫র জন্য নিজেদের দল পুরো খোলনলচে বদলে ফেলেছে পঞ্জাব কিংস। মাত্র দুজন আনক্যাপড ক্রিকেটারকে 🍃তাঁরা রিটেন করেছিল, এরপর নিলাম থেকে আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়স আইয়ারদের দলে নিয়েছে টিম পঞ্জাব। দিওয়ালির ঠিক ২-১ দিন আগেই পঞ্জাবের ক্রিকেট𝔍ার শশাঙ্ক সিংয়ের কাছে ফোন দেছিল পঞ্জাব কিংসের পক্ষ থেকে। তাঁকে জানানো হয়, ফ্র্যাঞ্চাইজি তাঁঁকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। যেমন বড় স্বস্তি পায় ছত্তিশগড়ের এই ক্রিকেটার ও তাঁর পরিবার। আসলে শেষ কয়েক বছরে তাঁরা বারবার দেখেছেন শশাঙ্ককে নিলামে উঠতে, আর অনেকক্ষেত্রেই দল না পেতে।
পঞ্জাব কিংস কিনেও ফিরিয়ে দিয়ে চাল শশাঙ্ককে
গতবার আইপিএলের নিলামের সময়ও প্রথমে শশাঙ্ককে দলে নিয়েছিল পঞ্জাব কিংস। কিন্তু একবার হ্যামার পড়ে যাওয়ার পর তাঁরা আবার দাবি করে বসেন যাতে ক্রিকেটারকে ফিরিয়ে দেওয়া যায়, যদিও সেটা সম্ভব হয়নি। এরপর অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দেয় গোটা বিষয়টাই ভুল বোঝাবুঝি হয়েছিল কারণ একই সঙ্গে আরেক ক্রিকেটারও নিলামে ওঠায় তাঁরা বিষয়টি নিয়ে হতচকিত হয়ে পড়েছিলেন। এরপর ব্যাট হাতে গতবার পঞ্জাবের সর্বোচ্চ রানের মালিক হন তিনি। ১৬৪ স্ট্রাইক রেটে করেন ৩৫৪ রান। জেতান ন♛াইটদের বিরুদ্ধে ম্যাচ।
কোনও টাকা আগাম জানায়নি পঞ্জাব কিংস
আইপিএল শুরুর আগেই সংবাদসংস্থা হিন্দুস্তান টাইমসে এক সাক্ষাৎকার দিয়েছেন শশাঙ্ক সিং। সেখানেই তিনি খোলামেলা আড্ডায় জানিয়েছেন বিভিন্ন কথা। পঞ্জাব কিংসের এই ক্রিকেটার বলেন, ‘আমায় দিওয়ালির ২-১দিন আগে ফোন করেছিল, ওরা জানায় যে আমায় রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। পরের দিন রাত ১১টা নাগান ফর্ম পাঠিয়ে দিয়েছিল ফিল আপ করার জন্য। এরপর আমি ফর্ম ফিলআপ করি। তখনও জানতান না কত টাকায় আমায় দলে নেওয়া হচ্ছে। তবে এটা আমার কাছে একটা বড় স্বস্তির বিষয় ছিল, কারণ আমিও চিন্তায় ছিলাম। অনেক খবরের রিপোর্টে 🍸দেখছিলাম য🌳ে আমায় ওরা রিটেন করবে না, এমন গুঞ্জন ছিল। আমার বাড়ির লোকও বিষয়টা নিয়ে খুব চিন্তায় ছিল। কিন্তু আমায় রিটেন করা হয়ে যাওয়ায় এবারে আমার পরিবারের সবাই আইপিএলের নিলামটা খুব শাস্তিতে উপভোগ করেছে ’।
বোলার শশাঙ্কও তৈরি নজর কাড়তে
এরপরই নিজের বোলিং নিয়ে কথা বলেন শশাঙ্ক। তিনি জানান রিকি পন্টিং তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংকেও ব্যবহার করতে চান। ছত্তিশগড়ের এই ক্রিকেটার বলছেন, ‘আ𝕴মি আমার ঘরোয়া ক্রিকেট দলে অলরাউন্ডার হিসেবেই খেলি। আমি প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক নই, তবে আমি যদি ঠিকঠাক জায়গায় ২ ওভার বা ৩ ওভার বোলিং করতে পারি, তাহলে আমি বল হাতেও ম্যাচ জেতাতে সক্ষম। এবারে আমি বোলিং করারও আইপিএলে সুযোগ পাব ’।
Europa ꦆLeague-এর পর EPL-এও বড🥀় জয় ইউনাইটেডের! চেলসিকে হারিয়ে কামব্যাক করল আর্সেনালও
ব্যাট হাতে ভরসার মর্যাদা দিতে চান শশাঙ্ক
শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুরদের সঙ্গে একটা সময় মুম্বইতেও ড্রেসিংরুম শেয়ার করেছেন শশাঙ্ক সিং। তিনি তাঁর দলের নতুন অধিনায়ককে নিয়ে বলছেন, ‘শেষ কয়েক বছরে শ্রেয়স এত সাফল্য পেয়েছে। কিন্তু তাও ও নিজেকে একটু বদলায়নি। আগের মতোই রয়েছে। আশা করব ওর নেতৃত্বে ভালো খেলব। গতবার ১টা বা ২টো ম্যাচে আমি দলকে জিতিয়েছিলাম। এবার চেষ্টা করব, যাতে সেই সংখ্যাটা বাড়াতে পারি। ৩ বা ৪টে ম্যাচে যাতে 🌟দলকে জেতাতে পারি। আসলে টিম ম্যানেজমেন্ট যখন আমার ওপর ভরসা রেখেছে, এটা আমারও🦩 দায়িত্বের মধ্যে পড়ে ওদের ভরসার দাম দেওয়া ’।