কিছু খেলোয়াড় রয়েছেন, যাঁদের নিয়ে খুব বেশি চর্চা হয়। আলোচনার কেন্দ্র থাকেন তাঁরা। আবার এমন কিছু প্লেয়ার রয়েছেন, যাঁরা মুখ বন্ধ করে নিজেদের কাজটা করে যান। তবে আলোচনার কেন্দ্রে ঢুকতে পারেন না। শ্রেয়স আইয়ার এই দ্বিতীয় শ্রেণীর একজন খেলোয়াড়। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো বড় নামগুলির তাঁকে নিয়ে সেভাবে আলোড়ন না থাকলেও, ব্যাট হাতে নিজের ক্ষমতা দেখিয়ে চলেছে🌸ন শ্রেয়স। তিনি টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন।
আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚলো পারফরম্যান্সের জন্য বড় পুরস্কার পেতে পারেন শ্রেয়স আইয়ার। শোনা যাচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে বিসিসিআই খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি নবীকরণ করবে। আর বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স আইয়ার আবার ফিরতে পারেন।
নতুন চুক্তিতে ফিরতে পারেন আইয়ার!
শ্রেয়স আইয়ারকে গত বছর বিসিসিআই শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগে কেন্দ্রীয় চুক্তি থেকে বের করে দিয়েছিল। ঘরোয়া ক্রিকেট না খেলার জেরেই শ্রেয়স এবং ইশান কিষানের নাম কেন্দ্রীয় চুক্তি থেকে কেটে দেওয়া হয়। তবে শ্রেয়স আইয়ার এর থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। জাতীয় দলের জার্সি গায়েও তিনি ভালো পারফরম্যান্স করছেন। তাই এই বছর সিদ্ধান্ত বদলাতে পার🀅ে বিসিসিআই। শ্রেয়সক𓆉ে ফের চুক্তিবদ্ধ করা হতে পারে।
আরও পড়ুন: Champions Trophy-র ফাইনালের আগে নিউজিল্যান্ডের ঘুম কেড়েছেন কে, সাফ জানিয়๊ে দিলেন কিউ🀅য়ি কোচ
খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বিসিসিআই
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে খেলোয়াড়দের বার্ষিক চুক্তি নবীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা এই আইসিসি টুর্নামেন্টে প্লেয়ারদের পারফরম্যান্স পর্যালোচনা করার পরেই চুক্তি নবীকরণ করবে। তিন ফরম্যাটেই প্লেয়ারদের পারফরম্যান্সের ভিত্তিতেই নতুন চুক্তিতে গ্রে🐻ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বিসিসিআই গ্রেড- ‘এ’ প্লাস নিয়ে আলাদা করে পর্যালোচনা করবে, যেখানে ব🐓র্তমানে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা রয়েছে।
আরও পড়ুন: ম্যাট হেনরি নেটে ফিরেছেন, ফাই💦নালে খেলবেন? বড় আপডেট দিলেন কিউয়ি কোচ
রোহিত-বিরাট কি টপ গ্রেড থেকে ছিটকে যাবে?
প্রতিবেদনে বলা হয়েছে, আস▨ন্ন নতুন কেন্দ্রীয় চুক্তিতে রোহিত, বিরাট ও জাদেজার জায়গা নিয়ে আশঙ্কা রয়েছে। এই তিন তারকা গ্রেড- ‘এ’ প্লাস থেকে বাদ যেতে পারেন। কারণ বিসিসিআই শুধুমাত্র সেই সব খেলোয়াড়দের এই গ্রেডে অগ্রাধিকার দেয়, যাঁরা তিনটি ফরম্যাটেই খেলছেন। রোহিত, বিরাট এবং জাদেজা- তিন জনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। টেস্টেও তাঁদের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতলে, তার প্রতিফলন পাওয়া যাবে কেন্দ্রীয় চুক্তিতে।