২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এখন শেষ পর্যায়ে। ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হল, ৯ মার্চ ফাইনাল খেলার পর ভারত অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্ত কী হবে? তিনি কি অবসর নেবেন, নাকি ৫০ ওভারের ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন? অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পর এই বড় প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
আরও পড়ুন: ICC ODI টুর্নামেন্টে দু'ডজন হাফসেঞ্চুরি, সচিনকে টপকে ইতিহাস কো🎃হলির, করলেন আরও একটি বিশ্বরেকর্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতের অবসর নিয়ে জল্পনা
আসলে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন একটি রিপোর্ট বেরিয়েছ🔯িল যে, বিসিসিআই এখন ওডিআই ফরম্যাটে রোহিত শর্মাকে নিয়ে আর ভাবছে না। তারা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলের একজন নতুন অধিনায়ক খুঁজছে। প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে রোহিতের ওয়ানডে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। এর পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি।
আরও পড়ুন: বল হ♏ল ফস্কা গেরো, স্মিথের রানআউট মিস, কুলদীপকে শুনতে হল কোহলি,রোহিতের গালাগাল- ভিডিয়ো
গৌতম গম্ভীরের কাছে প্রশ্ন, রোহিতের পরিকল্পনা কী?
তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে দায়িত্ব সামলেছেন রোহিত, দ▨লকে নিয়ে গেছেন ফাইনালে, এরপর ভক্তরা আবার ভাবতে বাধ্য হয়েছেন যে, রোহিত কি সত্যিই ওয়ানডে থেকে অবসর নেবেন? দুবাইয়ে আয়োজিত সংবাদিক সম্মেলনে এই প্রশ্ন করা হয়েছিল গৌতম গম্ভীরকে। স্পষ্ট ভাবেই রোহিতদের কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার পরিকল্পনা কী? এখনও কি ওঁর মধ্যে ক্রিকেট বাকি রয়েছে?
কী জবাব দিলেন গম্ভীর
গৌতম গম্ভীর এর জবাবে বলেছেন যে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সামনে... এই মুহূর্তে আমি কী বলব? তবে, আমি একটা কথা বলব যে, অধিনায়ক যদি এই গতিতে ব্যাট করে, তবে এটি ড্রেসিংরুমের কাছে একটি বার্তা যায় যে, ওর মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে। আমরা রান দিয়ে মূল্যায়ন করি, প্রভাব দিয়ে মূল্যায়ন করি, এটাই পার্থক্য। আপনারা পরিসংখ্যান থেকে মূল্যায়ন করেন। সাংবাদিক হিসেবে, বিশেষজ্ঞ হিসেবে, আপনা🎉রা শুধু সংখ্যা আর গড় দেখেন। কিন্তু কোচ হিসেবে, দল হিসেবে, আমরা সংখ্যা বা গড় দেখি না। আমরা য🥂ে ধরনের ক্রিকেট খেলতে চাই, অধিনায়কই যদি সবার আগে সেই দিকে হাত বাড়ান, তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না।।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে রোহিত শর্মা ২৯ বলের মুখোমুখি হয়ে ২৮ রান করেছিলেন, যার মধ্যে ৩টি চার এবং এ♎কটি ছক্কা ছিল।