মুম্বইয়ের ড্রেসিংরুমের আশে পাশে অনেকেই খুঁজছিলেন একঝলক যদি সূর্যকুমার যাদবকে দেখতে প♔াওয়া যায়। ভারতীয় দলের টি২০ অধিনায়কের ক্রেজ কিন্তু যথেষ্ট। মুম্বইয়ের হয়ে ইডেন গার্ডেন্সে খেলতে এসেছেন তিনি। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন হরিয়ানার বিপক্ষে। তাঁর আগে নেটে প্রায় ১ ঘন্টা ঘাম ঝড়ালেন সূর্যকুমার💮 যাদব।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের ♋সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
মুম্বই ক্রিকেট সংস্থা বার্তা দিয়েছে শিবম-সূর্যদের
শনিবার থেকে মুম্বই বনাম হরিয়ানা ম্যাচ শুরু। রঞ্জি ট্রফির এই ম্যা🐷চের আগে মুম্বই ক্রিকেট সংস্থার কর্তা সঞ্জয় পাতিল নিজের অবস্থা স্পষ্ট করেই বলেছেন, যেন বিসিসিআইয়ের দেওয়া নির্দেশটুকু মানার জন্য সূর্যকুমার যাদব, শিবম দুবেরা না খেলতে নামেন। তাঁরা যেন পারফর্মেন্স ক🀅রার তাগিদও দেখান।
আ🍰রও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
সূর্যকুমার যাদবের অফ ফর্ম চলছে গত বছরের শেষ থেকেই। দঃ আফ্রিকা সফরেও তেমন রান পাননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন বছরের শুরুতে সিরিজ জিতলেও ব্যাট হাতে দুবার ০ রানে আউট হয়েছেন তিনি। ফলে একটু কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। তবে মুম্বইকর ব্যাটার অবশ্য তা নিয়ে খুব বেশি চাপ নিচ🅘্ছেন না।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! I🏅SLর সূচি▨তেও অখুশি
৫ ইনিংসে মাত্র ২৮ রান সূর্যর
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ইনিংসে মাত্র ২৮ রান করা ভারত অধিনায়ক বলছেন, ফর্ম ঠিক চলে আসবে। অবশ্য স্রেফ ইংল্যান্ড সিরিজই নয়, এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতেও সূর্যকুমার যাদবের পারফরমেন্স তেমন ভালো𓂃 ছিল না। ইডেন ছেড়ে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকুমার যাদব বললেন, ‘চলে আসব ফর্মে। একটু সময় লাগবে। ’
রাহানে উঠে যাওয়ার পর ১ ঘন্টা নেটে-
আজিঙ্কা রাহানে উঠে যাওয়ার পর ইডেনের দুটি নেটে প্রায় ১ ঘন্টার কাছাকাছি ব্যাটিং অনুশীলন করেন সূর্য। শিবমও আরেকদিকে অনুশীলন করলেন। এরপর সূর্য বেশ কিছুক্ষণ কথা বললেন মুম্বইয়ের কোচ ওঙ্কার সালভির সঙ্গে। তার𒐪পর ফের নেটে ফিরে এরপর থ্রোডাউন স্পেশালিস্ট আর স্পিনারদের থেকে নেটে বোলিং নেন।
ইডেনে এসে নস্টালজিক সূর্য-
এরপর সূর্যকুমার আরও বলেন, ‘ ইডেনে আসতে সব সময়ই খুব ভালো লাগে। এখানে ভালো পারফরমেন্স করেছি আগে। এখানকার পিচও খুব ভালো, তাই নেট সেশন করতেও ভালো লাগে। অনেক স্মৃতি জরিয়ে রয়েছে এই মাঠের সঙ্গে’। টিম ইন্ডিয়ার বর্তমান টি২০ অধিনায়ক অতীত⭕ে ꧂কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন।