ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স করেন তিলক বর্মা। ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৫৫ বলে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিলক। ম্যাচের শেষে কথা বলার সময় তিনি জানান, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ম্যাচের আগে আলোচনা হয়🅘েছিল তাঁর। য🎶া ব্যাটিংয়ের সময় বড় ভূমিকা পালন করে। শনিবার চেন্নাইয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে বেশ সমস্যায় পড়ে ভারত। এক এন্ড দিয়ে ক্রমাগত উইকেট পড়তে থাকলেও অপর এন্ডে শক্ত হাতে ব্যাটিং করে চলেছিলেন তিলক।
শেষে রবি বিষ্ণোইয়ের সঙ্গে মিলে দলকে জয়ের কাছে নিয়ে যান তিনি। ম্যাচ শেষে তিলক বর্মা বলেন, ‘প্রথমত, আজকের পিচে কিছুটা বাড়তি পেস ছিল। অন্যদিকে লাগাতার উইকেট পড়ছিল। গতকাল আমার সঙ্গে গৌতম গম্ভীর স্যারের কথা হচ্ছিল। তিনি আমায় বলেছিলেন- যাই কিছু হয়ে যাক না কেন, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করবি। আর নিজের ব্যাটিং নিয়ে নমনীয় থাকবি।’ তিনি আরও যোগ করেন, ‘যখন দলের ১০ রান প্রতি ওভার প্রয়োজন তখন আপনাকে দায়িত্ব নিয়ে বড় শট খেলতেই হবে। যখন লো স্কোরিং ম্যাচ হবে বা ৭-৮ রান প্রতি ওভার প্রয়োজন, কোচ বলেছেন যে তখন ওভারে শুধু একটা বাউন্ডারি মারলেই চলবে।’ সম্প্রতি টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে 🌌রয়েছেন তিলক বর্মা। শেষ ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। শেষ ৪টি কুড়ি ওভারের ম্যাচে ৩১৮ রান করেছেন। ৪ ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ১০৭*, ১২০*, ১৯* এবং ৭২*।
তিলক বর্মা বলেন, ‘দলে আলোচনা হয়েছিল যে এখানে বাম এবং ডানহাতি ব্যাটিং কম্বিনেশন সুবিধা দেবে। কারণ, যখন দু'জন বিপরীত হাতের ব্যাটার একসঙ্গে ক্রিজে থাকে তখন বোলারদের বোলিংয়ে সমস্যা হয়। তাকে বলের লাইন-লেন্থ বারবার পরিবর্তন করতে হয়।’ নিজের গেম প্ল্যান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা এর 🦋আগে দক্ষিণ আফ্রিকায় খেলেছিলাম। সেখানে এখানে থেকে একটু বেশি গতি ছিল। সেই কারণে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আর্চার এবং উড খুবই ভালো বল করছিল। তবে আমরাও প্রস্তুত ছিলাম। নেটে অনেক অনুশীলন করেছি।’ রবির সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে তিলক বলেন, ‘আমি রবিকে বলেছিলাম গ্যাপে খেলতে। ও পেসারের বিরুদ্ধে একটা ফ্লিক করে, যেটা অসাধারণ ছিল। পার্টনারশিপটা আমাদের জয়ের পথ সহজ করেছিল।’ উল্লেখ্য, চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২ উইকেটে জয় পায় ভারত। এর আগে ইডেনে প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে🧔 জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।