মুম্বই ফেরার পর এয়ারপোর্টে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন রোহিত শর্মা। যা তাকে খানিকটা বিরক্ত করে𝔍 তোলে। আসলে, যখন রোহিত এয়ারপোর্ট থেকে বেরিয়ে তার গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত ফটোগ্রাফাররা তার ও তা💫র পরিবারের ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেন। তারা বারবার রোহিতকে ছবি তোলার জন্য অনুরোধ করছিলেন, যা দেখে তিনি কিছুটা রেগে যান।
রোহিত তাদের সরে যাওয়ার জন্য ইশারা করেন, এরপর নিজের মেয়েকে গাড়িতে উঠিয়ে দেন এবং ফটোগ্রাফারদের একপাশে যেতে বলেন। স💜েই মুহূর্তে রোহিতের চ꧃েহারায় স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছিল। তবে, তার হাস্যরসপূর্ণ স্বভাবের জন্য পরিচিত রোহিত দ্রুতই শান্ত হন এবং পরে ফটোগ্রাফারদের ছবি তোলার সুযোগ দেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতকে শিরোপা জেতানোর পর এবার আই𝐆পিএল ২০২৫-এ নজর দিয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দেবেন তিনি। তবে তার আগে একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে রোহিতকে কিছুটা বিরক্ত দেখাচ্ছিল। এই ভিডিয়োটি মুম্বই এয়ারপোর্টের, যেখানে তিনি 💃পরিবারসহ ছুটি কাটিয়ে ফিরছিলেন।
আরও পড়ুন … ব্র্যাভো ও ভ🌺রত অরুণের সাহায্যে ফর্মে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত চেতন সাকারিয়া
কী ঘটেছিল?
৯ মার্চ, রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এই ঐতিহাসিক জয়ের পর, রোহিত কিছুদিনের জন্য ছুটিতে চলে যান। তিনি পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটান, যাতে আইপিএলের দুই মাসের ব্যস্ত সূচির আগে তিনি পুরোপুরি রিফ্রেশ হতে পারেন। তবে দেশে ফিরেই রেগে যান রোহিত শর্মা।আসলে মেয়েকে নিয়ে তিনি যখন বিমান বন্দর থেকে বেরিয়ে আসছিলেন তখন ক্💦যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচাতে গিয়ে মেজাজ হারান রোহ🐬িত শর্মা।
দেখুন সেই ঘটনার ভিডিয়ো-
আরও পড়ুন … IPL 2025: BCCI-এর অবাক করা সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain M💃eet অনুষ্ঠ🦩িত হবে অন্য শহরে
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠলেন, যখন পাপারাজ্জি ও ভক্তরা তার মেয়ে সামাইরার ছবি তোলার চেষ্টা করেন। একটি ইনস্টাগ্রাম ভিডিয়োতে দেখা য🌺ায়, রোহিত তার মেয়েকে নিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। তবে, কিছু লোক তাদের ছবি তুলতে শুরু করলে, রোহিত দ্𓆉রুত সামাইরাকে পিছনে সরিয়ে তাকে ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচানোর চেষ্টা করেন। ভারতের অধিনায়ক তখন স্পষ্টতই বিরক্ত ছিলেন এবং দ্রুত সামাইরাকে গাড়িতে উঠিয়ে দেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর, রোহিত শান্ত হন এবং ভক্তদের সঙ্গে ছবি তুলতেও রাজি হন। এরপরে একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে যেখানে বিমানবন্দরে ভক্ত ও ফটোগ্রাফারদের ছবি তোলার জন্য রোহিত জায়গা করে দিচ্ছেন।
আরও পড়ুন … KKR Practice Match: রাসেল ঝড় উঠলেও বৃষ্টিতে ভেস𒈔্তে গেল রিঙ্কুদের অনুশীলন ম্যাচ
সেখানে রোহিত শর্মা এমন ভাবে সকলকে জায়♎গা করে দিচ্ছেন, যেন তিনি মাঠে নিজের ফিল্ডিং সাজাচ্ছেন। এই ভিডিয়োটিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। ভারত যখন অস্ট্রেলিয়াতে সফর করছিল ঠিক এমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন বিরাট কোহলি। সেই সময়েও বিতর্কের জল অনেক দুরে গড়িয়েছিল।