২টো বিয়ে ভাঙার পর ফের প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। আপাতত তাই বলিপাড়ায় তারকা আমিরের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও চর্চার কেন্দ্রবিন্দুতে। বলাভালো পেশাদার জীবনের থেকেও 💟বেশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হচ্ছে, যে এই বয়সে আমির আবারও তৃতীয়বারের জন্য প্রেমে পড়েছেন। আর ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার আমিরের ছিল সুপারস্টারের ৬০তম জন্মদিন। এই বিশেষ দিনে আমিরের অনুরাগীরা তাঁকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের ঠিক আগের দিন রাতে আমির পাপ﷽ারাৎজিদের সঙ্গে তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। যদিও সেসময় গৌরীর ছবি না তোলারই অনুরোধ করেছিলেন সুপারস্টার। তাই পাপারাৎজির সঙ্গে তাঁর আলাপ মুহূর্তের কোনও ছবি সামনে আসেনি। তবে নেটদুনিয়ায় ভাইরাল গৌরীর ২-১টি একটি ছবি। এই পরিস্থিতিতে অভিনেতা ও গৌরীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমিরের বোন নিখাত খান। কী বলেছেন তিনি?
আমির ও গৌরীর সম্পর্ক নিয়ে বোনের মন্তব্য
আমির খান গত ২দ🌳িন ধরে গৌরী স্প্র্যাটের সঙ্গে ডেটিংয়ের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এখন সকলেই জানতে চান আমিরের পরিবার কি তার এই নতুন সম্পর্ককে মেনে নিয়েছে? এবিষয়ে নিখাত খান সম্প্রতি ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি ওদের দুজনের জন্য খুব খুশি এবং ওরা সুখে থাকুক এই কামনা করি । আমি ওদের জন্য সত্যিই খুব খুশি, ওদের জুটি অসাধারণ।'
আরও পড়ুন-৬০ বছরে নতুন প্রেম, '🍌আমিরের💧 গৌরী' ৬ বছরের বাচ্চার মা, সেলুনের মালিক, বিয়েটা কি হচ্ছে?
কে এই গৌরী?
টাইমস নাউ-এর এক প্রতিবেদনের অনুযায়ী, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে থাকেন এবং বর্তমানে তিনি আমিরের প্রোডাকশন ব্যানার, আমির খান প্রোডাকশন্স-এর জন্য কাজ করছেন। গৌরীর ছয় বছরের এক ছেলেও আছে। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ। তাঁর দাদা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এদিকে অন🐻ুরাগীরা ইতিমধ্যেই গৌরী ও আমিরকে একসঙ্গে ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এদিকে ৬০ বছর বয়সে এসে কি গৌরীকে বিয়ে করবেন আমির খান? এই প্রশ্নও উঠে এসেছে। এবিষয়ে অভিনেতা জানান, 'দেখুন, আমরা পুরোপুরি কম𓄧িটেড। আমি দু'বার বিয়ে করেছি। তবে আব ৬০ বছরে এসে ফের বিয়ে করাটা ঠিক দেখাবে না। তবে দেখা যাক…।