অনুরাগ꧅ের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে তিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। অহনা দত্তের বদলে হয়ে উঠেছেন মিশকা। আর এ হেন অভিনেত্রীর সঙ্গে কিনা এমন দুর্ব্যবহার! শো করতে গিয়ে কোন ঘটনার মুখোমুখি হলেন তিনি?
কী ঘটেছে?
সম্প্রতি একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের খলনায়িকা মিশকা মঞ্চে নাচ করছেন। কোকা কোলা গানটিতে নাচছেন তিনি। নাচতে নাচতেই দর⛎্শকদের সঙ্গে আলাপ সারতে স্টেজ থেকে নেমে আসেন। সামনে বসে থাকা মহিলাদের সঙ্গে হাত মেলান ছবি তোলেন। আর তখনই পাশ দিয়ে কিছু লোক এসে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন।
রীতিমত, 'যাও, যাও স্টেজে যাও' বলে তাঁকে স্টেজে পা🎐ঠান। শুধু তাই নয়, তাঁদের দাবি টাকা দিয়ে অভিনেত্রীকে এনেছেন নাচ করার জন্য, তাহলে সেটা কেন 🐼করছেন না তিনি। এই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়া। তাঁদের মতে কোনও শিল্পীর সঙ্গে এমন ব্যবহার করা যায় না।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'একজন শিল্পীর সাথে এভাবে ব্যবহার করাটা উচিত নয়, একটা শিল্পীর মান-সম্মান আছে যদি তুমি একটা শিল্পীকে সম্মান দিতে না পারো আনার কি দরকার ছিল।' আরেকজন লেখেন, 'সত্যি এটা একদম ঠিক হয়নি এইভাবে ডেকে নিয়ে গিয়ে অসম্মান করা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পেটে মনে হয় এক ফোঁটাও বিদ্যে নেই। কাউকে এভাবে বলা উচিত নয় বোধহয় ওই ব্যক্তি জানে না। কিভাবে রেসপেক্ট করতে হয় একটা মেয়েকে সেটাও শেখেনি।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বাজে, অস൩ভ্য, অভদ্র অশিক্ষিত একেবারে।'
এই ভিডি🔯য়ো ভাইরাল হওয়ার পর হিন্দুস্থান টাইমস বাংলার তরফে 𓃲অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এটা পুরোনো ভিডিয়ো।
আরও পড়ুন: 'যৌনকর্মীরা মুখ ওড়না দিযꦅ়ে ঢাকে আর এঁরা শরীর দেখিয়ে...' সোশ্যাল মিডিয়ার 'নোংরামি' নিয়ে সরব ঝিলম!
আরও পড়ুন: শুভশ্রীর নয়, অন্য 'ভা𒉰লোবাসা'র গালে চুমু রাজের! কে তিনি? পরিচালকের জন্মদিনে ফাঁস অদেখা ছবি