বিগত বেশ কিছু মাস ধরেই চর্চায় আছে ধনশ্রী ভার্মা এবং যুজবেন্দ্র চাহালের ডিভোর্সের কথা। সম্প্রতি রটে যায় মাত্র 🥂২ বছরের বিয়ের জন্য নাকি ভারতীয় ক্রিকেটারের স্ত্রী ৬০ কোটি টাকা দাবি করেছেন খোরপোষ হিসেবে। এবার এই বিষয়ে মুখ খুললেন ধনশ্রীর পরিবার।
আরও পড়ুন: 'যৌনকর্ম♈ীরা মুখ ওড়না দিয়ে ঢাকে আর এঁর💯া শরীর দেখিয়ে...' সোশ্যাল মিডিয়ার 'নোংরামি' নিয়ে সরব ঝিলম!
কী ঘটেছে?
২০ ফেব্রুয়ারি সমস্ত নিয়মমাফিক আলাদা হয়েছে ধনশ্রী ভার্মা এবং যুজবেন্দ্র চাহাল, এমনি রিপোর্ট প্রকাশ্য আসে। জানা যায় মুম্বইয়ের বান্দ্রা কোর্টে নাকি তাঁদের এই ডিভোর্সের কেসের শু🗹নানি হয়। তবে এই তথ্য যে ভুয়ো সেটা জানিয়ে দিয়েছেন ধনশ্রী ভার্মার উকিল। বম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহনী জানিয়েছেন যে বিষয়টা এখনও বিচারাধীন। তাঁর কথায়, 'সংবাদমাধ্যমের উচিত রিপোর্ট প্রকাশ্যে আনার আগে সেটার ফ্যাক্ট চেক করা। একাধিক ভুয়ো খবর ছড়িয়ে গেছে।'
শুধু যে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর রটেছে তাই নয়, একই সঙ্গে এও রটে যায় যেꦜ যুজবেন্দ্র চাহালের কাছে নাকি ধনশ্রী ৬০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন। আর এরপর বিস্তর কটাক্ষে মুখে পড়তেন এই দন্ত চিকিৎসক এꦉবং কোরিওগ্রাফার। নানা কটূ কথা শুনতে হয় তাঁকে। কেউ তাঁকে অর্থলোভী, টাকার জন্য বিয়ে করেছেন বলেও ব্যঙ্গ করেন। তবে এটাও যে সঠিক তথ্য নয় সেটা ধনশ্রীর পরিবারের এই সদস্য উক্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
তাঁর কথায়, ' আমরা অত্যন্ত ক্ষুব্ধ এমন ভুলভাল ভিত্তিহীন দাবি দেখে। খোরপোষের নাম করে যে সংখ্যা রটেছে সেটা একেবারেই তাই নয়। এমন কোনও অর্থ চাওয়া হয়নি, দাবি করা হয়নি। বা ওদের তরফেও দিতে চাওয়া হয়নি। এই গুজবের সঙ্গে সত্যের কোনও যোগ নেই। এতে ক্ষতিꦡ ছ𓆉াড়া উপকার কিছুই হচ্ছে না। আমরা সংবাদমাধ্যমকে অনুরোধ করব কিছু লেখার আগে দয়া করে যাচাই করে নিন। সবারই প্রাইভেসি থাকে সেটাকে সম্মান করুন।'
আরও পড়ুন: শুভশ্রীর নয়, অন্য 'ভালোবাসা'র গ🅰ালে চুমু রাজের! কে তিনি? পরিচালকের জন্মদিনে ফাঁস অদেখা ছবি
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২০ সালের ২২ ডিসেম্বর গুಌরগাঁওয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন ধনশ্রী ও যুজবেন্দ্র চাহাল। সেই বছরেরই অগস্ট মাসে দুজনের বাগদান হয়। তবে বিয়ের চার বছর কাটতে না কাটতেই রটে ডিভোর্সের খবর। ধনশ্রী পেশায় একজন দাঁতের চিকিৎসক এবং কোরিওগ্রাফার। এই দম্পতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিতেই দুজনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের সূচনা হয়। শুধু তাই নয়, ধনশ্রীর সঙ্গে তাঁর সমস্ত ছবিও ডিলিট করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।