অহনা দত্ত যেন একেরღ পর এক চমক দিয়েই চলেছেন। মার্চ মাসেই জানিয়েছেন মা হতে চলেছেন তিনি। তাঁর এবং দীপঙ্করের স🧜ংসারে আসছে তাঁদের সন্তান। এর মধ্যেই আবার শীঘ্রই কী বা কার আসার খবর দিলেন অনুরাগের ছোঁয়ার মিশকা?
কী শেয়ার করলেন অহনা?
অহনা এদিন তাঁর সোশ্যাল মিডিয়া কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁর জামায় লেখা থাকতে দেখা যাচ্ছে রিলিজিং সুন। অর্থাৎ শীঘ্রই আসছে। এবার আবার তিনি কী আসার খবর দিলেন ভাবছেন? তাঁর সন্তান আসার খবরই একটি মিষ্টি কাস্টোমাইজড টিশার্টের মাধ্যমে দিলেন। সেই টিশার্টে দেখা যাচ্ছে জেলের💟 গারদের পিছনে একটু রাগী রাগী মুখ করে একটি বাচ্চা দাঁড়িয়ে। আর তার উপর লেখা 'রিলিজিং সুন।'
এদিন এই ছবিটি শেয়ার করে অহনা ব🐎েশ কিছু ইমোজি ক্যাপশনে লেখেন। অহনার এই পোস্টে তাঁর বেটার 🦩হাফ দীপঙ্কর রায়কেও মন্তব্য করতে দেখা যায়। প্রসঙ্গত ইদানিং অভিনেত্রী, হামেশাই তাঁর রোজকার আপডেট তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
এই কিছুদিন আগেই অহনা দত্ত তাঁর অনুরাগীদের সঙ্গে একটি গেট রেডি উইথ মি ভিডিয়ো শেয়ার করꦇেন। সেখানেই তাঁকে দেখা যায় একটি কালো স্নান পোশাকে দাঁড়িয়ে আছেন।𓂃 তারপরই তৈরি হতে শুরু করেন। পরেন একটি হট প্যান্ট এবং সাদা ওভারসাইজড টিশার্ট। আর এই টিশার্টে লেখা থাকা কথাই নজর কাড়ল নেটপাড়ার। কী লেখা তাতে? 'উই আর হাঙরি।' অর্থাৎ আমরা ক্ষুধার্থ! আমরা বলতে বলাই বাহুল্য তিনি এবং তাঁর সন্তান।
প্রসঙ্গত চলতি বছরই ১ জানুয়ারি দিয়েছিলেন বিয়ের খবর। যদিও শুভকাজটা সেরে ফেলেছিলেন গত বছরই। ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইনি বিয়ে সারেন অহনা আর দীপঙ্কর, তাঁদের সেই বিশেষ দিনের ভিডিয়োও প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রী তারপরই মার্চ মাসে জানান সন্তান আসার💃 কথা। অগস্টেই অহনার কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান। খুব ছোট বয়সেই অবশ্য মা হচ্ছেন। এখন বয়স মাত্র ২২। দীপঙ্করের প্রেমে যখন পড়েন তখন সবে ১৮ পেরিয়ে পা রেখেছেন ১৯ এ। অনুরাগের ছোঁয়ার সেটেই প্রেম হয় তাঁদের। যদিও তাঁদের এই সম্পর্ক মানেননি আহনার মা। এখন দুজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো তিনি ড্যান্স বাংলা ড্যান্সে অংশ নিয়েছিলেন সেখান থেকে সুযোগ পান অনুরাগের ছোঁয়ায়। আর প্রথম ধারাবাহিকে দারুণ খ্যাতি পান, পরিচিত হয়ে ওঠেন মিশকা হিসেবে। ইতিমধ্যে কাজ করেছেন ছবিতেও, তাও ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীর সঙ্গে।