ডান্স বাংলা ডান্সে সেটে দেখা গেল সারেগামাপা-র খুদেদের। বিগত ৮ মাস ধরে প্রতি শনি আ♏র রবিবার বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন অতনু-অঙ্কনা-সৃজিতারা। এবার নাচের মঞ্চে এই ওরা, কী করল?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন সারেগামাপা-🐼জয়ী অতনু মিশ্র। সেখানে ডান্স বাংলা ডান্সের মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে তুললেন ছবি। আর ক্যাপশনে লেখেন, ‘জি বাংলাতে ডান্স বাংলা ডান্স শুরু হয়ে গিয়েছে। দারুণ সব পারফরমেন্স দেখছি, আর সঙ্গে মহাগুরুর মূল্যবান মতামত শুনতে পাচ্ছি। গতকাল আমরা ডিআরআর স্টুডিয়োতে গিয়েছিলাম একটি বিশেষ কারণে। সেখানে গিয়ে আমরা দেখা পেলাম মহাগুরুর।’
আরও পড়ুন: প্๊রেম-চর্চার মাঝেই ঘনিষ্ঠ গৌরব﷽-ঋতব্রতা! দোলে আদরে মজল ‘তেতুঁলপাতার’ ঝিল্লি-ঋষি
‘শুধু দেখা হলেই তো হবে না সঙ্গে উপরি পাওনা হিসেবে ফ্রেম বন্দি হলাম সকলে মিলে মিঠুন চক্রবর্তী স্যার এর সঙ্গে। সেই সোনালীি মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে ভাগ 🔴করে নিলাম। কেমন লাগছে আমাদের?’, লেখেন অতনু ফেসবুকে।
আরও পড়ুন: সাদা পরী🦄 আইরা, কোলে নিয়ে আদরে ভরালেন 🐻বনি-কৌশানি! রাহুল-প্রীতির মেয়ের মুখেভাতে এলেন কারা
নিজের প্রোফাইলে আরও🤪 একটি ভিডিয়ো শেয়ার করা হয় অতনুর তরফে। যেখানে দেখা গেল, সকলে মিলে রেলগাড়ি খেলꦫতে ব্যস্ত। ছবিতে না থাকলে, ভিডিয়োতে দেখা মিলল অনীক জানারও।
সারেগামাপা ২০২৪- এ দু জন বিজেতার হাতে তুলে দেওয়া হয়েছে ট্রফি। ছোটদের মধ্যে থেকে ট্রফি জিতেছে অতনু। ܫদ্বিতীয় স্থানে ঐশী। তৃতীয় স্থানে অনীক।🧜 সৃজিতা চতুর্থ।
আরও পড়ুন: কথাকে মাত দিল জগদ্ধাত্র𝕴ী, ফুলকি-পরিণীতা কত নম্বরে? ১ম সপ্তাহে দুগ্গামণির টিআরপিই বা ✱কত
ডান্স বাংলা ডান্স সম্পর্কে:
সারেগামাপা শেষ হওয়ার পরেই, শুরু হয়ে গিয়েছে ডান্স বাংলা ডান্সের সফর। এবার একগুচ্ছ চমক রয়েছে এই রিয়েলিটি শো-তে। যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় রয়েছেন বিচারকের আসনে। এব🍃ার অবশ্য আলাদা করে কোনো সঞ্চালক রাখা হয়নি। বিচারক যিশু ও অঙ্কুশই নিয়েছেন সঞ্চালনার দায়িত্ব, সঙ্গে কিছু কচিকাচা।
বহুদিন পর ডান্স বাংলা ডান্সে ফে𓆉রা নিয়ে যিশু জানিয়েছিলেন, ‘খুব ভালো লাগছে ঘরে ফিরে। হোমকামিং যাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকে বলে। বিচারক হিসেবে ফিরলাম এবার। অনেকদিন পর ফিরে দেখছি অনেককিছুই পালটে গেছে এই মঞ্চের। আমি খাপ খাওয়াতে পারব কিনা জানি না। তবে, চেষ্টা করব। এবারে আছে আরও চমক। এমন দাওয়াই যে নাচবে সবাই।’