ꦬ ড্যান্স বাংলা ড্যান্স শুরু হতে না হতেই ইতিমধ্যেই বেশ কিছু প্রতিযোগী নজর কেড়েছেন। আর তাঁদের অন্যতম হলেন পূজা। তিনি কানে শুনতে না পেয়েও মিস করেন না একটিও বিট। নিখুঁত ভাবে পারফর্ম করেন। কিন্তু কীভাবে সম্ভব হয় সেটা? এদিন সেটাই প্রকাশ্যে এল এই মঞ্চে।
আরও পড়ুন: 🃏দিদি নম্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবেন দিদির মঞ্চে?
আরও পড়ুন: 💮'গণতান্ত্রিকভাবে ধাপে ধাপে শিল্পীকে খুন করার পদ্ধতি', বিতর্কের আগুনে ঘি! ফের বিস্ফোরক পোস্ট কুণালের
কী ঘটেছে?
༒জি বাংলার তরফে এদিন প্রকাশ্যে আনা হয় ড্যান্স বাংলা ড্যান্সের একটি ঝলক সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পূজার নাচ দেখার পর প্রশ্ন করতে দেখা যায়, 'অবিশ্বাস্য একটা ব্যাপার, কী করে ও করছে? মানে আমরা স্পিচলেস, আমরা মুগ্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছি।' তারপর তিনি ফের প্রশ্ন করেন, 'ও কি একটু হলেও শুনতে পায়?' জবাবে তাঁর মা জানান, 'না, ও শুনতে পায় না।'
✅শুভশ্রী এদিন পূজার দুই মেন্টরকে জিজ্ঞেস করেন যে কীভাবে তাঁরা এই অসাধ্য সাধন করেন। বলেন, 'যেহেতু দেবলীনা সৈকত ওকে ট্রেন করেছ, কীভাবে করলে? আমাদের মধ্যে সব কিছু বজায় আছে, তা সত্বেও আমরা ভুল করি, বিট মিস করি, অনেক কিছু করি। কিন্তু ও না শুনতে পেয়েও একটা বিট মিস করেনি। আমার ওর পারফরমেন্স দেখে মনে হচ্ছিল যেন এটা একদম নিখুঁত।' জবাবে মেন্টর সৈকত জানান, 'ও হচ্ছে পুরো গিফটেড। গানের পুরো বিটকে আমরা খাতার মধ্যে লিখি। এভাবে পুরো কাউন্টিং খাতায় লিখে ওকে নাচটা ওঠাই ওকে। ওঠানোর পরে ও ওই কাউন্টিংটাকে পুরো মুখস্থ করে। তার পর ওকে গানের লিরিক্স যেটা আছে সেটা ওকে পড়াই। লিরিক্স মুখস্থ করে, লিপ সিঙ্কও করে।' একই কথা দেবলীনারও। তিনি বলেন, 'লিপ রিড করতে পারে যেহেতু সেহেতু জোরে করে গানটা বলে লিপ সিঙ্ক করে।'
꧟কেবল শুভশ্রী নন, পূজার নাচে মুগ্ধ মহাগুরু মিঠুন চক্রবর্তীও। তিনি বলেন, 'এই মেয়েটি চমৎকার নেচে দিয়ে চলে গেল। এই ধরনের ট্যালেন্ট খুঁজে পাওয়া মুশকিল। আমরা তোমাকে শোয়ে চাই।' অঙ্কুশকে পূজার উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'তোমায় কিছু শুনতে হবে না, বুঝতে হবে না। আমাদের এই হাসি, শরীরী ভাষা যথেষ্ট তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য।'
আরও পড়ুন: ♛রূপাকে ভালোবাসে কৃষ্ণ জানতে পেরেই বড় পদক্ষেপ সোনার! কাকে বিয়ে করল সূর্য-দীপার মেয়ে?
💦যিশু সেনগুপ্ত জানান পূজাকে যখন তাঁরা গ্র্যান্ড অডিশনে সিলেক্ট করেছিলেন তখন ভেবেছিলেন বুঝি এই মেয়ে বেশিদূর এগোতে পারবেন না। নিজের ভুল শুধরে এদিন তিনি বলেন, 'আমরা যখন তোমাকে ওই অডিশনে নিয়ে এসেছিলাম এই সমস্ত বিষয়গুলো আমরা জেনেছিলাম যে তুমি শুনতে পাওনি, তাও পারফর্ম করেছ। একটু এদিক ওদিক বিট গেছে। তারপর গ্র্যান্ড প্রিমিয়ারে যখন তোমাকে নিয়ে আসা হল তখনও ভেবেছিলাম যে ও আর কতদূর যেতে পারবে? তুমি না আমাদের ভাবনাগুলোর উপর পা দিয়ে মাড়িয়ে চলে গেছ। আমার বলতে দ্বিধা নেই এভাবে যদি পারফরমেন্স করো তুমি নিশ্চয় কোথাও একটা পৌঁছবে।'
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
😼ড্যান্স বাংলা ড্যান্স ৮ মার্চ থেকে শুরু হয়েছে। এবারের সিজনে মিঠুন চক্রবর্তী আছেন মহাগুরু হিসেবে। সঙ্গে আছেন ৪ বিচারক। এঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য এই রিয়েলিটি শোয়ের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরলেন যিশু, এবং তাও জি বাংলার রিয়েলিটি শোতে। ড্যান্স বাংলা ড্যান্স বর্তমানে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।