এই বছরের পুজোতেই বড় পর্দা কাঁপাতে আসছে রঘু ডাকাত। দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাবে এই ছবি। আর তার আগে এদিন রঘু ডাকাতের বেশে ধরা দিয়ে ছ✱বির বিষয়ে কী আপডেট দিলেন দেব?
আরও পড়ুন: বিয়ের 🏅পরও রান্না পারেন না সুস্বাতী! ♒দিদি নম্বর ১-এ ফাঁস অন্বেষা-শুভশ্রীদের হেঁসেলের গোপন কথা
আরও পড়ুন: ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্ডি টপকাল সিকান্দরের টিকিটের দা🍎ম, সর্বোচ্চ কত উঠল দর?
কী জানালেন দেব?
এদিন দেব রঘু ডাকাত ছবিটির একটি নতুন পোস্টার শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে দেবের মাথায় লম্বা উশকো খুশকো চুল। মুখ ভর্তඣি লম্বা♉ দাড়ি। কাঁধে নেওয়া তীর ধনুক। অন্যদিকে হাতে ধরা রক্ত মাখা কুড়ুল।
এদিন এই ছবিটি পোস্ট করে দেব জানান তাঁদেꦰর আগামী এক ছবিটির শ্যুটিংয়ের প্রথম শিডিউল শেষ হল। এই বিষয়ে অভিনেতা লেখেন, 'রঘু ডাকাতের প্রথম শিডিউলের কাজ শেষ আরও অনেক বেশি প্রতিকূলতা আর উদ্দীপনা রয়েছে আগামীতে। আপনারা তৈরি তো?'
আরও পড়ুন: ক্লাসিক্যাল-ফ্রিস্টাইলে♔র ফিউশনে অভিভূত মিঠুন! মানালির নাচে মুগ্ধ শুভশ্রী-কৌশানি কী ঘটালেন?
রঘু ডাকাত প্রসঙ্গে
রঘু ডাকাত ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং এসভিএফের প্রযোজনায় আসছে এই ছবিটি। নাম🐷 ভূমিকায় থাকছেন দেব। অন্যান্য চরিত্রে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রমুখকে। ২০২৫ সালের পুজোর সময় মুক্তি ꦰপাবে ছবিটি। বিগত প্রায় ৪ বছর ধরে নানা কারণে পিছিয়েছে ছবির কাজ। এরপর চলতি বছরের গোড়াতে দেব ঘোষণা করেন যে তাঁরা অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে নিয়ে আসছেন এই ছবিটি। এই বছর সরস্বতী পুজোর দিনই শুভ মহরত অনুষ্ঠিত হয় ছবির।
দেবের অন্যান্য কাজ
দেব অভিনীত ধূমকেতু ছবিটি অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে। এই বছ𓃲রের গরমের ছুটিতে আসছে দেব, শুভশ্রী জুটির ছবিটি। প্রযোজনা রানা সরকারের। এছাড়𝓀াও দেবের হাতে প্রজাপতি ২ ছবিটির কাজও আছে। সেখানে তিনি আবারও জুটি বাঁধবেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। পরিচালনায় থাকবেন অভিজিৎ সেন।
আরও পড়ুন: 'ভালো অনুষ্ঠান আশা করবেন না', নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন পৌষালি,🦂 সমর্থন ইমনের! কী ঘটেছে?
আরও পড়ুন: সা রে গা মা পা জয়ী অতনুর সঙ্গে রয়েছে শঙ্কর মহাদেবনের বিশেষ যোগ! কীไ বলুন তো?