সারেগামাপা শেষ হতেই শুরু হয়েছে ড্যান্স বাংলা ড্যান্স।🍌 আর অল্প দিনেই বেশ জ꧒মে উঠেছে এই রিয়েলিটি শো। এদিন চ্যানেলের তরফে একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় যেখানে দেখা যাচ্ছে এক প্রতিযোগী ফিউশন নাচের জাদুতে মঞ্চে ঝড় তুলেছেন রীতিমত।
আরও পড়ুন: 'ভালো অনুষ্ঠান আশা করবেন না', নেটমাধ্যমে ক্ষোভ উগরে দ✤িলেন পৌষালি, সমর্থন ইমনের! কী ঘটেছে?
আরও পড়ুন: সা রে গা মা পা জয়ী অতনুর সঙ্গে রয়েছে শঙ্কর মহাদেবনের বিশেষ যোগ! কী ব🅰লুন তো?
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে যে ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মানালি নামক এক প্রতিযোগী ক্লাসিক্যালের সঙ্গে ফ্রিস্টাইল, ল♚কিং অ্যান্ড পপিং মিশিয়ে দিয়েছেন। ফ𒅌িউশন নাচের জাদুতে দুর্দান্ত ঝড় তুলেছেন মঞ্চ জুড়ে। তাঁকে আলিশা চিনয়ের জনপ্রিয় গান জুবি জুবি গানটিতে নাচতে দেখা যায়।
মানালির নাচ শুরু হতেই বারংবার মুগ্ধতা প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী। আর পারফরমেন্সের পর দেন 🗹গ্র্যান্ড স্যালুট। শুধুই কি তাই? এই প্রতিযোগীর নাচে বিচারকরা এতটাই মুগ্ধ হন যে তাঁরা ভাষা হারিয়ে ফেলেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তৎক্ষণাৎ তাঁর চেয়ার ছেড়ে উঠে পড়তে দেখা যায়। কেবল শুভশ্রী নন, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরাও মানালিকে স্ট্যান্ডিং ওভেশন দেন। বলাই বাহুল্য তিনি মূল পর্বে নিজের জায়গা পাকা করে নেন।
কে কী বলছেন?
কেবল দর্শকরা নন, নেটিজেনরাও রীতিমত মুগ্ধ হয়েছেন মানালির পারফরমেন্সে। এক ব্যক্তি লেখেন, 'যেমন মু🐟দ্রা, ভঙ্গিমা, তেমনি এক্সপ্রেশন। দারুণ লাগল।' দ্বিতীয় ব্যক্তি লেখꦐেন, 'বেশ ভালো লাগল দেখতে।' তৃতীয় জন লেখেন, 'জাস্ট লাজবাব!'
আরও পড়ুন: মুক্তি পেল চেক ইন চেক আউটের প্রথম গান! 'বহু দূরে'-এর সঙ্গে জুড়ে রয়েছেন সেলিম-স⭕ুলেমান, কীভাবে?
আরও পড়ুন: চিরদিনই তুমি 🔥যে আমার-এ নায়কই আসলে ভিলেন! নেটপাড়ায় গল্প ফাঁস হতেই তেলেবেগুনে জ্বলে উঠল দর্শকরা
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
ড্যান্স বাংলা ড্যান্স ৮ মার্চ থেকে শুরু হয়েছে। এবারের সিজনে মিঠুন চক্রবর্তী আছেন মহাগুরু হিসেবে। সঙ্ܫগে আছেন ৪ বিচারক। এঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য এই রিয়েলিটি শোয়ের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরলেন যিশু, এবং তাও জি বাংলার রিয়েলিটি শোতে। ড্যান্স বাংলা ড্যান্স বর্তমানে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।