ܫ এবারের সারেগামাপায় ছোটদের মধ্যে বিজয়ী হয়েছে অতনু মিশ্র। কাঁথির এই খুদের গান মুগ্ধ আপামর বাঙালি। কিন্তু জানেন কি এই খুদের সঙ্গে যোগ আছে বলিউডের খ্যাতনামা গায়ক তথা সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবনের? হ্যাঁ, অতনু কিন্তু শঙ্করের প্রতিষ্ঠানের ছাত্র। অতনু এবারের সারেগামাপার খেতাব জয় করতেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে শঙ্কর মহাদেবন অ্যাকাডেমি। আর এই খবর এদিন অতনু নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিল।
আরও পড়ুন: 🦹চিরদিনই তুমি যে আমার-এ নায়কই আসলে ভিলেন! নেটপাড়ায় গল্প ফাঁস হতেই তেলেবেগুনে জ্বলে উঠল দর্শকরা
আরও পড়ুন: ♉মুক্তি পেল চেক ইন চেক আউটের প্রথম গান! 'বহু দূরে'-এর সঙ্গে জুড়ে রয়েছেন সেলিম-সুলেমান, কীভাবে?
কী ঘটেছে?
𓂃অতনু মিশ্র এদিন একাধিক স্ক্রিনশট তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে তার ছবি দিয়ে শঙ্কর মহাদেবনের প্রতিষ্ঠানের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে সারেগামাপার বিজয়ী হওয়ার জন্য। আর সেই ছবি থেকেই জানা যায় অতনু শঙ্কর মহাদেবন অ্যাকাডেমির হিন্দুস্তানি কারিকুলামের ছাত্র।
⛎এই ছবিগুলো পোস্ট করে অতনু লেখে, 'জি টিভি সারেগামাপা লিটিল চ্যাম্পে থার্ড রানার আপ হয়েছিলাম তাই শঙ্কর মহাদেবন স্যার আমাকে এক লক্ষ টাকার স্কলারশিপ দিয়েছিলেন। ওই স্কলারশিপে শঙ্কর মহাদেবন অ্যাকাডেমিতে ফ্রিতে গান শেখার সুযোগ পাই। আমি স্যারের কাছে কৃতজ্ঞ এই সুযোগ দেওয়ার জন্য। আমি শঙ্কর মহাদেবন অ্যাকাডেমির টিচার প্রিন্স প্যাটেল স্যারের কাছে শেখা শুরু করি । স্যার খুব যত্ন করে শেখান। আমি জি বাংলা সাপেগামাপাতে সুযোগ পাওয়ার পর ক্লাস বন্ধ ছিল। ওখান থেকে ফিরে এসে আবার ক্লাস শুরু হয়। আমি চ্যাম্পিয়ন হওয়াতে প্রিন্স স্যার খুব খুশি হন। শঙ্কর মহাদেবন অ্যাকাডেমি থেকে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে। আমি আজ খুব খুশি হয়েছি। সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সকলের মান রাখতে পারি।শঙ্কর মহাদেবন অ্যাকাডেমির সকলকে আমার প্রণাম জানাই।' এর আগে জি টিভি সারেগামাপা লিটিল চ্যাম্পে বিজয়ী হওয়ার স্বপ্ন অধরা থাকলেও এবার আর সেটা হয়নি।
⛎অনেকেই এদিন অতনুকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'অনেক অনেক আশীর্বাদ রইল।' আরেকজন লেখেন, 'অনেক বড় হও।'
আরও পড়ুন: 🏅'ভালো অনুষ্ঠান আশা করবেন না', নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন পৌষালি, সমর্থন ইমনের! কী ঘটেছে?
🤪প্রসঙ্গত এবারের সারেগামাপায় দুজন বিজয়ী হয়েছেন। বড়দের মধ্যে দেয়াশিনী রায় প্রথম হন। অন্যদিকে ছোটদের মধ্যে সকলকে ছাপিয়ে যায় অতনু। সারেগামাপার খেতাব জয়ের পর অতনু কাঁথি ফেরার পর বিপুল সংবর্ধনা পেয়েছে। তার পাড়া থেকেও সম্প্রতি তাকে একটি সংবর্ধনা দেওয়া হয়েছে।