প্রথম বাংলা ছবিতেই সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাঁর তৈরি করা বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটি যে বক্স অফিসে ভালো ব্যবসা করেছে, দর্শকদের মন জয় করেছে সেটাই নয়, বিদেশের মাটিতে থেকে জিতে এনেছে পুরস্কার। কিন্তু 💮জানেন কি এই পরিচালক কিন্তু মোটেই প্রথমে বিনোদিনীকে নিয়ে ছবি বানানোর কথা ভাবেননি। কে ছিলেন তাঁর প্রথম পছন্দের চরিত্র? হিন্দুস্থান টাইমস বাংলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে কী জানালেন রাম কমল মুখোপাধ্য🦂ায়?
কাকে নিয়ে প্রথম ছবি বানাতে চেয়েছিলেন রাম কমল মুখোপাধ্যায়?
বিনোদিনী নন, বরং ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে তিনি সিনেমা বানাতে চেয়েছিলেন প্রথমে। তাও ইংরেজিতে। কিন্তু তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কিন্তু কেন? এদিন রাম কমল মুখোপাধ্যায় বলেন, 'আমি আসলে প্রথমে ইন্দিরা গান্ধীকে নিয়ে ছবি করতে চেয়েছিলাম। ইংরেজিতে। তখন প্রীতিশ 💦নন্দীর সঙ্গে কাজ করছিলাম আমি। প্রীতিশ নন্দী কমিউনিকেশন্সে ৫ বছর কাজ করেছি। উনি আমায় সাহায্য করেছিলেন ইন্দিরা গান্ধীর ছবিটাকে নিয়ে কাজ করার জন্য। কিন্তু তখন আমার কাছে সেই টাকাটা ছিল না। যতক্ষণে আমি স্ক্রিপ্ট লিখে, টাকাটা জোগাড় করে এক জায়গায় পৌঁছাই ততক্ষণে যাকে নাম ভূমিকায় ভেবেছিলাম তিনি একটি অন্য বায়োপিক করছেন।'
বিনোদিনী পরিচালক জানান তিনি তাঁর ইন্দিরা গান্ধী হিসেবে একজন হলিউড অভিনেত্রীকে ভেবেছিলেন। যদিও কে তিনি সেই নাম জানাননি। তবে বলেন, 'তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু তিনি তখন একটি ছবিতে অন্য একটি দেশের প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তো🐭 সেই জন্য হল না। হলে আমার মনে হয় যে এটি একটি বিশাল একটা ব্যাপার হতো।'
কেবল ইন্দিরা গান্ধী নন, এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও ছবি বানাতে চান রাম কমল। কিন্তু সেটাও বাস্তবায়িত হয়নি। তাঁর কথায়, 'তারপর আমি করতে চেয়েছিলাম নেতাজি সুভাষ। গুমনামি হল বলে আমি আর করলাম না। গুমনামি খুব সুন্দর হয়েছিল। আমার পছন্দের কয়েকটি ছ💫বির মধ্যে এটা একটা। এছাড়া রাজকুমার রাও হিন্দিতে ওয়েব সিরিজ করলেন নেতাজির উপর। তারপর বিনোদিনী নিয়ে আমি কাজ করলাম।'
আরও পড়ুন: এবারও ব💜েঙ্গল টপার প🅰রিণীতা! ফুলকিকে টক্কর দিয়ে এগিয়ে গেল জগদ্ধাত্রী, সেরা ৫-এ কারা?
কিন্তু বিনোদিনীই কেন? এই বিষয়ে পরিচালকের জবাব, 'আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে বাংলা থিয়েটারকে উদযাপন করা হয়নি সেই ভাবে। বাংলা থিয়েটারের যে কালচার, সঙ্গীত, এটা যে এত সুন্দর একটা জগৎ সেটাকে লার্জার দ্যান লাইফ করে দেখানো হয়নি। সেটাকে তার মতো করে দেখানো হয়েছে। এটাকে যে উদযাপন করা যায় কেউ করে দেখাননি। আমি যখন অন্যদ🐓ের ছবি,👍 অন্য ভাষার ছবি দেখছি, সে বাজিরাও মাস্তানি হোক বা পদ্মাবত বা যোধা আকবর তখন দেখছি তাঁরা ক্যানভাসকে অনেক বড় করে দিয়েছেন। রিয়েলিজমের থেকে ওটাকে টেনে সিনেমাটিক করা হয়েছে। আমার ওটাই মনে হতো যে যদি বিষয়টাকে সিনেমাটিক করা যায়। আমাদের তাই এক্সপেরিমেন্ট অন্য রকম ছিল।'