🐭 স্টার জলসার নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ অল্প দিনেই নজর কেড়েছে দর্শকদের । এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর ছোট পর্দায় ফিরেছেন উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়। সদ্যই এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন সপ্তর্ষি মৌলিক। তিনিও বহুদিন পর ছোট পর্দায়। তাঁর বোনের চরিত্রে আছেন কৌশাম্বি মুখোপাধ্যায়। আর এই চেনা মুখেদের ভিড়ে এবং গল্পের চমকে জমে গিয়েছে গৃহপ্রবেশ। গল্পে দেখানো হয়েছে যে আদৃত নাকি মারা গিয়েছে। এবার সে আবার ফিরতে চলেছে যখন শুভলক্ষ্মী সন্তানের জন্য নতুন শুরু করার কথা ভাবছে।
প্রকাশ্যে গৃহপ্রবেশের নতুন প্রোমো
♌প্রোমোতে দেখা যাচ্ছে আকাশ শুভলক্ষ্মীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সন্তানকে সামলিয়ে কাজে যেতে গিয়ে নাজেহাল নায়িকা। এমন অবস্থায় আকাশ জানায় ছেলেকেও দেখভাল করবে সে। কোনও সমস্যা হবে না। সন্তানের কথা ভেবে কি বিয়েতে রাজি হবে নায়িকা? যদি হয় সেই সময়ই সেখানে এন্ট্রি নেবে আদৃত।
🦩সে বর্তমানে দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে কলকাতায় রয়েছে। আর যার সঙ্গে রয়েছে তার দাদার সঙ্গেই শুভলক্ষ্মীর বিয়ে ঠিক হয়েছে।
🥂এবার আকাশ শুভলক্ষ্মীর বিয়ের সময়ই কী ফের গৃহপ্রবেশ ঘটবে আদৃতের? তার সামনেই শুভ কি আকাশের গলায় মালা দেবে? নাকি তাকে আদৃতের কাছে ফিরিয়ে দেবে আকাশ? কোন খাতে বইবে এই ত্রিকোণ সম্পর্ক? সেটা তো ধারাবাহিক দেখলেই জানা যাবে।
গৃহপ্রবেশ প্রসঙ্গে
🅺গৃহপ্রবেশ ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়।
কে কী বলছেন?
♈এই প্রোমো দেখে যারপরনাই ক্ষুব্ধ দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'একটা ভালো সিরিয়ালের কী করে ব্যান্ড বাজাতে হয় আপনাদের দেখে শেখা উচিত।' আরেকজন লেখেন, 'এই তৃতীয় কাউকে না আনলেই পারতেন। বেকার জটিলতা যত।' তৃতীয় জন লেখেন, 'তাহলে কি আদৃতের সব মনে পড়ে গেছে?'