দেশের মাটি ধারাবাহিকের সময় থেকেই দারুণ ভাবে রটে যায় রুকমা রায় নাকি প্রেম করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু সেটা নিছকই গুজব ছিল। তাঁরা যে স্রেফ ভালো বন্ধু সেই কথা বারংবার বলেছেন দুজনেই। কিন্তু💃 এই গুজব এবং গুঞ্জনের জন্য কীসের কীসের সম্মুখীন হতে হয়েছে দুজনকে সেটাই 🐷এদিন জানালেন রুকমা।
আরও পড়ুন: প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গান! আইপিএলের উদ্বোধনে ছুটল ♔শ্রেয়া ম্যাজিকের ছররা
প্রেম চর্চা নিয়ে কী জানিয়েছেন রুকমা?
এদিন সহজ কথা পডকাস্ট শোতে এসেছিলেন রুকমা রায়। সেখানেই তিনি রাহুল প্রসঙ্গে কথা বলতে গিয💯়ে বলেন, 'রাহুল দা ভীষণ ভালো সহঅভিনেতা। গুড ভাইবস পাওয়া যায়। যেটার জন্য হয়তো অনেক ফ্যানেরা রেগেও যায়। প্রচুর ভক্ত আছেন যাঁরা ওর আমার জুটিকে পছন্দ করেন না, আবার এমন প্রচুর ভক্ত আছেন যাঁরা ওর আমার জুটিকে ভালোবাসেন। এটা তাঁদের পছন্দের ব্যাপার। কিন্তু তাঁরা ভাবেন যে ওর সঙ্গে আমার প্রেম আছে। এটা মানে বোঝানোটা... ওহ গড!'
শুধু তাই নয়, এই﷽ গুজবের কোনও তাঁকে কী কী শুনতে হয়েছে সেটার একটা উদাহরণ দিয়ে এদিন বলেন, 'দেশের মাটির শ্যুটিং চলছে তখন মা আমায় একদিন ফোন করে বলছে, শোন না পাশের একজন খুব চিন্তিত। বলছে আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে দিন। যার সঙ্গে অভিনয় করছে সে কিন্তু....। রাহুলের সঙ্গে প্রেম করছে কিন্তু। আমি জানি। মা বলছে আমার মেয়ে আমি জানি না? এসব কিছুই না। তাতে উনি বলেছেন আপনি কিছুই জানেন না। আমি সব জানি। ওই ছেলেটা.... রাহুল কিন্তু, সাবধান। মা আমায় বলছে কী𝐆 উত্তর দেব জানি না। কিন্তু কী করা যাবে কেউ ভাবলে।'
এদিন রুকমার কথার জবাবে রাহুল বলেন, 'আমরাও কিছু বদমাইশি করেছি। বর বউয়ের পোশাকে আমি ওঁর ফ্ল্যাটের কেয়ারটেকারকে গিয়ে প্রণাম করেছি।' এটা শুনতেই অভিনেত্রী বলে ওঠেন, 🧸'উনি আমায় বলছেন ভালো থেকো মা, ভালো থেকো। উনি ভাবছেন কালীঘাট থেকে বিয়ে করে ꦡঢুকেছে। সবাই বিয়ের পোশাকে।'
এদিন তাঁরা দুজন কথায় কথায় জানান, প্রেম না করলেও তাঁদের দাꦜরুণ বন্ধুত🐻্ব। শুধু তাই নয়, একে অন্যকে তাঁরা সখী বলে ডাকতেন।