কিছু মাস আগে একটি ভিডিয়ো এবং বেশ কিছু ছবি দারুণ হইচই ফেলেছিল সমাজমাধ্যমের পাতায়। বাংলার দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সৈকত দে এবং প্রেরণা দাস নাকি বিয়ে করেছেন। যদিও পরে জানা যায় যে ওটা একটা কোলাবরেশন ভিডিয়ো ছিল। তাঁদের সেই ভিডিয়োওর গান এখন দারুণ ভাবে হিট। তবে যা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে, তা হল সৈকত-প্রেরণা জুটির জনপ্রিয়তা। অনেকেই তাঁদের জুটিকে দারুণ পছন্দ করেন। শুধু তাই নয় রিলসের মতোই রিয়েলেও তাঁদের বরাবর প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখতে চেয়েছেন নেটিজেনরা। কিন্তু সবাইকে চমক দিয়ে কিছু দিন আগেই সৈকত প্রেমিকাকে প্রকাশ্যে আনেন। আর তখন জানা যায় তিনি প্রেরণা নন। 'অনুরাগের ছোঁয়া' মেগার অভিনেত্রী। আর এবার প্রেরণা সামনে আনলেন প্রেমিককে?
ঘটনা কী ঘটেছে?
মঙ্গলবার শুরু হয়েছে এপ্রিল মাস। আর এপ্রিল মাসের প্রথম দিন অনেকেই মꦜজার ছলে বোকা বানিয়ে 'এপ্রিল ফুল' বলেন। এমন একটা দিনের আগে দিন, অর্থাৎ সোমবার প্রেরণা ‘গুপ্তাজী’র সঙ্গে ছবি পোস্ট করে সকলকে চমকে দেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি প্রেরণা ক্যাপশনে লেখেন, ‘হাই, মিস্টার গুপ্ত'। পাশে একটি হার্ট ইমোজিও দেওয়া ছিল। ছবিটি পোস্ট করে প্রেরণা তাঁকে ট্যাগও করেন। সেই সূত্রে ‘মিস্টার গুপ্ত’ -এর প্রোফাইলে গেলে জানা যায় তাঁর নাম সার্থক গুপ্ত। বর্তমানে তাঁর প্রোফাইল এর নাম ‘বিংগুপ্তা’। তবে শুরুতে তাঁর প্রোফাইলের নাম ছিল 'গুপ্তাজি'। সদ্যই তিনি ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। তাঁর ফলোয়ার সংখ্যা সবে দেড় হাজার ছাড়িয়েছে। তবে কি সার্থকের সঙ্গেই প্রেম করছেন প্রেরণা? সেই উত্তর অবশ্য এখনও অজানা।
আরও পড়ুন: ৯ মাসে ৩ বার স𝓀্লট বদল, শেষ হচ্ছে অমর সঙ্গী! ‘ছাড়তে আর ধরতে…’, লিখলেন শ্যামৌপ্তি
কে কী বলছেন?
প্রেরণার এই পোস্ট নিয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ প্রেরণাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকে আপেক্ষের সুরে বলেছেন সৈকত বা মুকুলের সঙ্গেই তাঁকে বেশি মানায়। একজন নেটিজেন কমেন্ট করেছেন, ‘অবশেষে আমারা ভাইরাল রিল বিয়ের আসল জুটিকে দেখতে পেলাম। খুব মিষ্টি লাগছে দু’জনকে।' আর🍰 একজন লেখেন, ‘সৈকতদা বেস্ট অল টাইম’। আর একজন সৈকতের প্রেমিকার সঙ্গে ছবি দেওয়ার প্রসঙ্গ টেনে লেখেন, ‘সৈকত দিয়েছে, তাই ওঁকেও♉ তো দিতেই হত।’
আরও পড়ুন: : 'যাই ঘটুক না কেন…', যিশুর সঙ্গে বিচ্ছেদ-চꦫর্চার মাঝেই কী ইঙ্গিত করলেন নীলাঞ্জনা?
আর এক নেটিজেন প্রেরণাকে নজর থেকে সাবধান করে লিখেছেন, ‘দিদি সম্পর্ককে গোপন রাখো, নজর বড় খারাপ জিনিস।’ আর এক ব্যক্তি সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘আবার এপ্রিল ফুল হয়ে যাব।’ এর আগে সৈকতের সঙ্গে বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনাতে সকলেই ভেবেছিলেন তাঁদের বুঝি সত্যি বিয়ে করেছেন। কিন্তু পরেඣ জানা যায় সকলকে তাঁরা 'বোকা বানিয়েছেন', একটা প্রোমোশানাল ভিডিয়ো ছিল সেটা। তাই সেই ঘটনা নিয়ে আর একজন বেশ বিরক্ত হয়ে লিখেছেন, ‘আজকাল রিলেশনশিপটা মজা হয়ে গিয়েছে। 🌌আজ একজনকে ধরে এনে তাঁর সঙ্গে কাপল ছবি, তো কাল আর একজনের সঙ্গে। নিজের খিল্লি করে না নিজের রিলেশনশিপের কিছু বুঝতে পারি না। কিছু মানুষের গায়ে লাগবে জানি। কিন্তু বর্তমান জেনেরেশনের একটা গুরুত্বর সমস্যা এটা।’