♛ কদিন আগেই মা হতে চলার খবর ভাগ করে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বর মাসে আইনি কাগজে সইসাবুদ করে বিয়েটা করেছিলেন তাঁরা। আর ২০২৫ সালের ভালোবাসার মাস ফেব্রুয়রিতে দেন সুখবর। বাড়ছে পরিবার। আসছে নতুন সদস্য।
♏পয়লা এপ্রিল মিষ্টি একটা সেলফি শেয়ার করলেন পিয়া ইনস্টাগ্রামে। যেখানে দেখা গেল টেবিলের উপরে রাখা রয়েছে এক পেয়ালা চা। গালে হাত দিয়ে সেলফিটি তুলেছেন পিয়া। গাঢ় কালো চোখ, ঠোঁটে লিপগ্লস, কপালে কালো টিপ। পরে আছেন অফ হোয়াইট কটন জামদানি। আর সেই ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘এপ্রিল। নরম হয়ো। নিষ্ঠুর হয়ো না।’
আরও পড়ুন: 🍸বিয়ের পর এ কী সমস্যায় পড়লেন ২ সন্তানের বাবা কপিল! ছবি দিতেই হেসে গড়াগড়ি সকলে
💯গত সপ্তাহেই বেবি মুনের ছবি শেয়ার করেছিলেন পিয়া। সাউথ গোয়ায় একান্তে সময় কাটাচ্ছিলেন তিনি ও পরমব্রত। কিলবিল সোসাইটিতে ন্যাড়া মাথায় দেখা যাবে পরমকে। আর সেই লুকে অভিনেতা ধরা দেন পিয়ার পোস্টেও। ক্যান্ডেললাইট ডিনারের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন: 🧜বাঙালি চাইছে মানসী জিতুক ইন্ডিয়ান আইডল সিজন ১৫! বাংলা থেকে আর কে জিতেছিল এই শো?
ඣহাতে একাধিক কাজ। ফলত বেশ ব্যস্ত হবু বাবা। পিয়াও চাকুরিরতা। দীর্ঘদিন ধরে তিনি একটি নামি এনজিওর হয়ে কাজ করছেন। ফলত ব্যস্ততার মধ্যে সময় কাটে তাঁরও। তবে দিনের শেষে একান্তে নিজেদের মতো করে সময় কাটানোর মতো সময়, ঠিক বার করে ফেলেন। কখনো পোষ্যদের নিয়ে জমে অলস সময়, কখনো গান গেয়ে।
☂সম্প্রতি এক সাক্ষাৎকারেপিয়া জানিয়েছেন যে, ব্যস্ততার মধ্যেও পরমব্রত তাঁর শরীর ও মন ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাবা হতে চলার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে পরমব্রত জানিয়েছিলেন, ‘দেখো আমি তো আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। কী বলব, সন্তান-পরিবার এগুলোতে বিশ্বাস করি। আমি একটু দেরিতে বিয়ে করেছি। কিন্তু সবসময়ই চেয়েছিলাম যে সেটল ডাউন করার পর আমাদেরও সন্তান হোক। পরিবারটা বাড়ুক।’
🗹২০২২ সালে ঘর ভাঙে পিয়ার। সেই সময় তিনি ছিলেন অনুপম রায়ের ঘরণী। সেই সম্পর্ক ভাঙার অনেকটা সময় পর, জীবনে নতুন বসন্ত হয়ে আসেন পরমব্রত। এরপর দুজনে নেন বিয়ের সিদ্ধান্ত। মনের মতো করে সংসার সাজিয়েছেন দুজনে। আর এখন সেই সংসারেই ছোট্ট একটা রাজপুত্র বা রাজকন্যা আসার পালা।