🐷 প্রতীম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র ছবিটি গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল। দর্শকদের থেকে তুমুল সাড়া পায় সেই ছবি। বক্স অফিস সাফল্য পেতে না পেতেই পরিচালক ঘোষণা করেন তাঁর নতুন ছবি রান্নাবাটির কথা। প্রকাশ্যে আসে চরিত্রদের লুক। কিন্তু তখনও প্রকাশ্যে আনেননি একজন অভিনেত্রীর নাম। শ্যুটিং শুরুর পর সেটা ফাঁস করলেন। কে সেই অভিনেত্রী?
আরও পড়ুন: ⭕'কাল একটা বড় দিন আমার জন্য' রান্নাবাটির শ্যুটিং শুরু করেও চালচিত্র নিয়ে কোন আপডেট দিলেন প্রতীম?
আরও পড়ুন: 💜২ বিষয় ছাড়া সবেতেই লেটার মার্কস! মাধ্যমিকে কীসে কীসে ৮০ এর কম পেয়েছিলেন কিরণ?
কী ঘোষণা করলেন প্রতীম?
🦩এদিন প্রতীম ডি গুপ্ত ফেসবুকের পাতায় একটি ছবি পোস্ট করেন জানান এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন শোলাঙ্কি রায়। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম সুপ্রিয়া।
൲কিন্তু এত দেরি করে কেন ঘোষণা করলেন পরিচালক এই চরিত্রের কথা? এই বিষয়ে প্রতীম আনন্দবাজারকে জানিয়েছেন, 'শোলাঙ্কি ভাগ্যলক্ষ্মী ছবির প্রচারে ব্যস্ত ছিল। ওই ছবির প্রিমিয়ারে ওর সঙ্গে দেখা হল। তখনই আলাদা করে কথা হল। জানতে পারলাম ও আমার সঙ্গে কাজ করতে চাইছিল। তারপর কাজটা এগোল।' তবে যতই দেরি করে শোলাঙ্কি রায়ের চরিত্র ঘোষণা করা হোক না কেন, পরিচালক কিন্তু আগে থেকেই এই চরিত্রের জন্য অভিনেত্রীকে ভেবে রেখেছিলেন।
💙ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে ছবিটির শ্যুটিং। মার্চ মাসের মাঝামাঝি অবধি এই ছবির শ্যুটিং চলবে বলে জানা গিয়েছে। ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকেও।
♔রান্নাবাটি ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সুমিত দাশগুপ্ত। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে এই চরিত্রের কিশোরী মেয়ে। ঋত্বিকের চরিত্রের স্ত্রীর আকস্মিক মৃত্যুতে সে প্রায় অথৈ জলে পড়ে। মাছের ঝোল ছবিতে তাঁর চরিত্র রান্না জানলেও এখানে কিছুই পারে না। বোঝে না মেয়ের মনে কী চলছে। ফলে তাদের বনিবনার একটা সমস্যা দেখা দেয়। সেখানেই এন্ট্রি নেবে ঋতা রে। সে রান্নায় পটিয়সী। ক্লাসও করায় রান্না শেখানোর। এই চরিত্রে দেখা মিলবে সোহিনীর। আলাপ হওয়ার পর কীভাবে সোহিনী ইবনে ঋত্বিকের চরিত্রের রসায়ন বদলায় বা সম্পর্ক তৈরি হয়, কী ঘটে তারপর সেটা নিয়েই এই ছবি।
🎀প্রসঙ্গত দর্শকরা শোলাঙ্কি রায়কে শেষবার ভাগ্যলক্ষ্মী ছবিতে দেখেছেন। সেই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। ছবিটির পরিচালনা করেছিলেন মৈনাক ভৌমিক। ভাগ্যলক্ষ্মী একটি পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ছবি।