২০০৮-এ 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে অভিনয় কেরিয়ারে পথ চলা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। সেই তখন থেকেই সিনেপ্রেমীদের মধ্যে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা। মাঝে অবশ্য মা হওয়ার পর, মাতৃত্বকালীন ছুটিতে বেশ অনেকটা সময় সিনেপর্দা থেকে দূরেইꦉ ছিলেন অভিনেত্রী। তবে আবারও বেশ অনেকগুলো বছর হল প্রিয়াঙ্কা আবারও দর্শক দরবারে ফিরে এসেছেন। আবারও দাপটের সঙ্গে অভিনয় করছেন।
তবে কে📖রিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা তাঁর ছেলে 'সহজ'-এর মা। এই দায়িত্বটাও সুন্দরভাবে পালন করছেন অভিনেত্রী। কাজের ফাঁকে যতটা সম্ভব ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর ছেলে সহজ-এর বয়স ১১ বছর। আর এবার ছেলের কৃতিত্ব সকলের সামনে তুলে ধরলেন গর্বিত মা প্রিয়াঙ্কা। কিন্তু কী এমন করেছে ছোট্ট সহজ?
মাত্র ১১ বছর বয়সেই বই লিখে ফেলেছে সহজ। তার লেখা সেই বই প্রকাশিতও হয়েছে। যার নাম 'দ্য় এনচ্যন্টেড গিটার' (The Enchanted Guitar)। ছেলের লেখা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ♔সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। ✤ছেলের লেখা বই হাতে ছবিও দিয়েছেন তিনি। যে বইয়ের হলুদ প্রচ্ছদ গিটার-এর ছবি। সেই ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন…'।
আরও পড়ুন-মুম্বইয়ে শান-এর 🔯আবাসনে আগুন, ঘটনায় সময় নিজের ওই বাড়িতেই আটকে সঙ্গীতশিল্পী
আরও পড়ন-'অনুপমা'তে বদলে যাচ্ছে 'রাহি', আলিশাকে ꦫসরিয়ে তাঁর জায়গা নিচ্ছেন বাঙালি 💃অদ্রিজা
আরও পড়ুন-ইয়ালিনিকে কোলে নিয়েই ইউভানের পিছনে দৌড়, ব্যস্ততা♛ ভুলে কোথায় ক্রিসমাস কাটাচ্ছেন শুভশ্রী?
এদিকে কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কা সরকারকে খুব শীঘ্রই পায়েল চৌধুরীর 'বৃষ্টির রাত্রি' নামে একটি ছবিতে দেখা যাবে। যেখানে সমকামীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। যদিও এমন চরিত্রে প্রিয়াঙ্কা প্রথমবার অভিনয় করছেন এমনটা নয়। এর আগে 'হ্য়ালো' ওয়েব সিরিজে সমকামীর চরিত্রে দেখা গিয়েছিল তা🃏ঁকে। এর আগে শেষবার প্রিয়াঙ্কাকে রবিন্স কিচেন সিনেমাতে দেখা গিয়েছে।
আবার ব্যক্তিগত পরিসরে ফিরে তাকালে প্রিয়াঙ্কা ছেলে সহজের সঙ্গে সময় কাটাতে মন্দারমণি চলে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেও কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘মন্দারꦑমণিতে ছোট্ট একটা ভ্রমণ… আমি আর আমার খুদে হি🍸রো। সঙ্গে সুন্দর একটা সমুদ্রতট। প্রতিটা ঢেউয়ের সঙ্গে তৈরি করেছি কিছু সুন্দর স্মৃতি। খোলা আকাশের নীচে প্রতিটা হাসি, প্রতিটা মজা মনে থাকবে আজীবন।’