🔯 বলিউডে অভিনেত্রীরা একে অপরের বন্ধু বা শত্রু হতে পারেন, কিন্তু কেউ যে কাউকে নিজের বাবা-মার স্থান দিতে পারেন তা ভাবাও যায় না। কিন্তু সম্প্রতি রবিনা ট্যান্ডনের কন্যা রাশা বললেন এমনই কিছু কথা, যা শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয়।
🐼৯০ দশকের বিখ্যাত অভিনেত্রী রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি খুব সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন ‘আজাদ’ সিনেমার হাত ধরে। এই সিনেমায় অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগনের সঙ্গে কাজ করেছেন তিনি। সিনেমায় দেখা গিয়েছিল অজয় দেবগনকেও।
আরও পড়ুন: ဣযৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অবনীত?
আরও পড়ুন: ꦆআবার মা হচ্ছেন আলিয়া? রণবীরের কোন কাজে ইঙ্গিত মিলল?
🌃সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে কথা বলতে গিয়ে রাশা তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আসলে এটা ভীষণ মজার একটা গল্প। আমি একটি জন্মদিন পার্টিতে নিমন্ত্রিত ছিলাম, সেখানে একজন গায়িকা লাইভ পারফর্ম করছিলেন। সেদিন আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। আমরা একে অপরকে দেখছিলাম এবং তারপর হঠাৎ করেই একে অপরের সঙ্গে নাচ করতে শুরু করে দিয়েছিলাম। ব্যাস এইটুকুই, এরপরই তামান্নার সঙ্গে আমার সম্পর্কের শুরু।’
🐼অভিনেত্রী আরও বলেন, ‘তামান্নার সঙ্গে আমার সম্পর্কে এতটাই ঘনিষ্ঠতা রয়েছে যে আমি তামান্না এবং বিজয়কে আমার জীবনের সবথেকে কাছের মানুষ বলে মনে করি। আমি জানি না কীভাবে, কিন্তু আমি ওদের দুজনকে আমার ‘গডপ্যারেন্ট’ মনে করি।’
ꦉপ্রসঙ্গত, রাশার ২০ বছরের জন্মদিনে উপস্থিত ছিলেন তামান্না। অন্যদিকে প্রযোজক প্রজ্ঞা কাপুরের হোলি পার্টিতে রাশার সঙ্গে আড্ডা দিতে দেখা যায় তামান্নাকে। বোঝাই যাচ্ছে, এই দুই অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক ভীষণ গভীর।
আরও পড়ুন: ♈'শরীর খারাপ হলেই নাটক...', স্ত্রীর অসুস্থতা নিয়ে এ কী বললেন নাগা!
আরও পড়ুন: ꦦ'আমরা সবাই খুব…', গৌরীকে নিয়ে কী মত আমিরের দিদি নিখাতের?
রাশার কাজ প্রসঙ্গে
๊গত ১৭ জানুয়ারি রাশার প্রথম সিনেমা ‘আজাদ’ মুক্তি পায়। ১৪ মার্চ থেকে এই সিনেমাটি দেখা যাচ্ছে নেটফ্লিক্স - এ। সিনেমাটি সেইভাবে জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও সিনেমার একটি গান ‘উই আম্মা’ ভীষণ জনপ্রিয় হয়েছে।
তামান্নার কাজ প্রসঙ্গে
ꦜতামান্নাকে শেষবার তামিল ছবি ‘আরানমানাই ৪’-এ দেখা গিয়েছিল এবং শীঘ্রই তেলেগু ছবি ও'ডেলা ২'-তে অভিনয় করবেন তিনি। এছাড়া তিনি 'ডেয়ারিং পার্টনার্স' নামে একটি ওয়েব সিরিজের শুটিংও করছেন।
বিজয়ের কাজ প্রসঙ্গে
♌বিজয়কে শেষবার ‘মার্ডার মুবারক’ এবং ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’-এ দেখা গিয়েছিল। তিনি শীঘ্রই ‘উল জালুল ইশক’-এ অভিনয় করবেন।