﷽ বর্তমানে তাঁর বয়স ২৩ বছর, কিন্তু প্রায় এক দশকের বেশি সময় ধরে বিনোদন জগতে রয়েছেন তিনি, তিনি হলেন অভিনেত্রী অবনীত কৌর। একজন শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি, আজ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে এই যাত্রা মোটেই সুখকর ছিল না, একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর সামনে।
⛎সম্প্রতি হাউটার ফ্লাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'আমার তখন আট বছর বয়স। নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল। আমি আমার মাকে গোটা বিষয়টি বলি, আমার মা আমাকে খারাপ স্পর্শ আর ভালো স্পর্শের মধ্যে পার্থক্য বোঝান। আট বছর বয়সে হয়তো এটা আমার না বুঝলেও চলত কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলি ভাবে জানান। মায়ের বলা কথা শোনার পর থেকে আমি সব কিছুর জন্য প্রস্তুত থাকতাম।'
আরও পড়ুন:♚ আবার মা হচ্ছেন আলিয়া? রণবীরের কোন কাজে ইঙ্গিত মিলল?
আরও পড়ুন: ♉'শরীর খারাপ হলেই নাটক...', স্ত্রীর অসুস্থতা নিয়ে এ কী বললেন নাগা!
▨অভিনেত্রী আরও বলেন, ‘তবে শুধু যৌন নিগ্রহ নয়, একবার মৌখিক নির্যাতনও করা হয়েছিল আমাকে। তখন ১১ কি ১২, একটা ঘটনা এমন ঘটেছিল যা আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। শ্যুটিং চলাকালীন আমি একটা জিনিস বারবার ভুল করছিলাম, তখন হঠাৎ করে মাইক অন করে আমাকে কড়া ভাষায় তিরস্কার করতে শুরু করেন পরিচালক।’
𝔍অবনীত বলেন, ‘মাইক অন করে পরিচালক বলেন, আমি কিছুই করতে পারবো না। ইন্ডাস্ট্রিতে কোনওদিন সফল হতে পারব না আমি। আমাকে মৌখিকভাবে গালিগালাজও করা হয়েছিল সেই দিন। বাবা মা সেটে না থাকার দরুন আমি সেদিন ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবকিছু বাবা-মার কাছে খুলে বলেছিলাম তবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল অনেকটাই।’
আরও পড়ুন:♈ 'মায়ের কথা না শুনে...', হেমা মালিনীর কোন কথা অগ্রাহ্য করেছিলেন এষা?
আরও পড়ুন:𝓡 মুক্তির মাস ঘুরতে না ঘুরতেই অনলাইনে ফাঁস ভিকির ‘ছাবা’, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের
কাজ প্রসঙ্গে
❀৮ বছর বয়সে রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার’ শোয়ের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন অবনীত। ২০১২ সালে ‘মেরি মা’ সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বেশ কয়েকটি টিভি শোয়ে শিশু শিল্পী হিসাবে কাজ করতে দেখা যায় তাঁকে। ২০১৪ সালে ‘মর্দানি’ সিনেমায় কাজ করে প্রথম বড়পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী। ২০২৩ সালে ‘পিকু ওয়েডস শেরু’ সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী।