রেখা স্টাইল আইকন এবং ফ্যাশন ইন্সটার জন্য স্বীকৃত। কয়েক দশক আগে তিনি যেমন সুন্দর ছিলেন, আজও তেমনই আছেন। তাঁকে এক ঝলক দেখার জন্য মরিয়া ভক্তরা।🀅 সম্প্রতি আদর জৈন ও আলেখ্য আডবাণীর বিয়েতে হাজির হয়েছিলেন রেখা। ২০ ব🍨ছর আগে অমিতাভ বচ্চনের ‘ব্ল্যাক’ প্রিমিয়ারে যে শাড়ি পরেছিলেন, সেই শাড়িই পরেছিলেন তিনি।
আরও পড়ুন: ফাইনালের শ্যুটিং-এ ভীষণ🅘 টেনশন! মুক্তি পেতে সেটেই খেলতে শু𒁏রু করেন সারেগামাপা-র বিচারকরা
আরও পড়ুন: ‘হরꦦহর গঙ্গে’, 🎃মহাকুম্ভে পুণ্যস্নান কাঞ্চন-শ্রীময়ীর, কিন্ত কৃষভি কোথায়?
বিয়েতে অনেক তারকা হাজির হলেও সবার নজর কেড়েছেন রেখা। তিনি একটি কালো রঙের কাঞ্জিভরম সিল্ক শাড়ি 🃏পরেছিলেন, যা বেশ সুন্দর দেখাচ্ছিল। শাড়ির পাড় ছিল সোনালি ও প্রাণবন্ত গোলাপি। অমিতাভ বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের 'ব্ল্যাক' ছবির প্রিমিয়ারে একই শাড়ি পরেছিলেন রেখা।
বিয়ের অনুষ্ঠানের সময়, রেখা তাঁর চুলে একটি গজরা পরেছিলেন, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। এই সময় রেখা ভারী গয়নাও বহন করছিলেন। একই সঙ্গে 'ব্ল্যাক'-এর প্রিমিয়ারের সময়ও নিজেকে বেশ সাদামাটা রেখেছিলেন, কিন্তু এবারের বিয়েতে শাড়ি ছাড়াও অন্য অনেক কিছুই🐠 বহন করেছেন তিনি।
আরও পড়ুন: টিআরপি-তে ১ নম্বরে, ম꧃হাকুম্ভে পারুল-রায়ান! ত্রিবেণী সঙ্গমেই মিলবে তাদের মন?
বিয়েতে অনেক নামকরা অ💖তিথিকে আমন্ত্রণ ꧙জানানো হয়েছিল। অনুষ্ঠানে অতিথি ছিলেন করিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট। টিনা আম্বানি, অনিল, শ্লোকা, আকাশ আম্বানি, সুহানা, গৌরীর মতো তারকারাও বিয়েতে অংশ নেন। বিয়েতে করিনার পরনে ছিল লাল রঙের শাড়ি, চুল ছিল খোলা। আলিয়ার পরনে ছিল শিমার পিচ রঙের শাড়ি। বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গা পরেছেন আলেখ্য।