গতকাল মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। প্রথম দিন থেকেই বেশ ভালই ব্যবসা করছে সিনেমাটি। সিনে🦋মা মুক্তির কয়েকদিন আগে ছবির প্রচারের উদ্দেশ্যে দুবাইয়ে গিয়েছিলেন ভাইজান। সেখানেই রাস্তায় গাড়িতে বসে এক ভক্তের সঙ্গে সেলফি তোলেন তিনি, ভাইজানের এই ফ্যান মোমেন্ট দেখে মুগ্ধ নেট দুনিয়ার বাসিন্দারা।
সম্প্রতি নাওমি ডি সুজা নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেশ কিছু ছবি এবং একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা ঝড🌠়ের গতিতে ভাইরাল হয়ে যায়। দুবা🉐ইবাসী ঐ মহিলার ছবি ভাইরাল হওয়ার পেছনে প্রধান কারণ হলেন ভাইজান। দুবাইয়ের ব্যস্ত আল ঘারবি স্ট্রিটে আচমকাই তিনি দেখেন ভাইজানের গাড়ি। দূর থেকে ছবি তোলার চেষ্টা করেন তিনি, কিন্তু তারপরে যা হয় তা তিনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি।
আরও পড়ুন: ৪৭-এ পা ঋত্বিকের, বরের জন্মদিনের পর🌜িকল্পনা নিয়ে কী বললেন অপরাজিতা?
আরও পড়ুন: ১.৭২ লাখ টাকার সিকান্🦂দরের টিকিট কিনলেন সলমন ভক্ত! কেন?
নাওমি যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে তাঁকে সলমনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ছবিতে দেখা যায় ❀গাড়ির মধ্যে বসে রয়েছেন ভাইজান, আর ওই মহিলা বাইরে থেকে একটি সেলফি তুলছেন। কিন্তু এটা তো ভীষণ সাধারন একটি ব্যাপার তাহলে পোস্ট ভাইরাল হওয়ার পেছনে কারণ কি?
পোস্ট ভাইরাল কেন হল তা বোঝা যাবে ভিডিয়ো দেখলে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সলমন গাড়ি নিয়ে জ্যামে আটকে রয়েছেন। গাড়িতে বসেই তিনি হঠাৎ লক্ষ্য করেছেন দূর꧃ থেকে এক মেয়ে ক্যামেরায় ছবি তোলার চেষ্টা করছেন। তখন খুব অমায়িকভাবে তিনি গাড়ির কাঁচ থামিয়ে মেয়েটিকে কাছে ডাকেন। একসঙ্গে সেলফিও তোলেন তিনি।
আরও পড়ুন: একদম মানায়নি, 'কেশরিღ চ্যাপ্টার ২'-তে অনন্যার পরিবর্তে কাকে দেখ🧔তে চাইলেন দর্শকরা?
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্গে🌠 আদুরꦬে পোস্ট কার্তিকের, তবে কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি?
ভক্তের প্রতি ভাইজানের এই উদারতা দেখে অভিনেতার ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। তবে কেউ কেউ আবার এদিকে সিনেমা মুক্তির আগের স্ট্যান্ট বলেও মনে করেছেন। তবে ব্যাপারটা যাই হোক ন♉া কেন, সলমনের এত কাছ থেকে ছবি তোলার মনস্কামনা পূর্ণ করতে পেরে বেজায় খুশি দুবাই তরুণী।