👍 চর্চায় সলমন খানের ‘সিকান্দর’। ইদে আসছে ভাইজান-এর এই ছবি। তবে আবার 'সিকান্দর' সলমনের হাত ধরে নতুন করে চর্চায় উঠে আসছে অমিতাভ বচ্চন ও তাঁর বহু পুরনো ব্লকবাস্টার ছবি ‘দিওয়ার’। কিন্তু কেন?
🌊কারণটা হল ছবির দুটি ডায়ালগ রয়েছে, আর এখানেই রয়েছে কিছুটা টুইস্ট। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সলমন তাঁর বাবা সেলিম খানের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছেন যে তিনি তাঁর ছবিতে সেলিম খানের লেখা 'দিওয়ার'-এর ডায়ালগ ব্যবহার করেছেন।
🉐হ্যাঁ, ঠিকই শুনছেন। 'সিকান্দর'-এ রয়েছে দিওয়ার-এর ডায়ালগ। ছেলে সলমনের মুখে সেদিন একথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন খোদ সেলিম খান। আর এই আলাপচারিতায় শুধু সেলিম খানই নন, ছিলেন ছবির পরিচালক এ আর মুরুগাদাস এবং আমির খানও উপস্থিত ছিলেন। সম্প্রতি সালমান খান ফিল্মস চ্যানেলে একটি ইন্টারেক্টিভ ভিডিও প্রকাশ করা হয়েছে। কিন্তু কী সেই ডায়ালগ? কী সেই দুই ডায়ালগ?
দিওয়ার-এর ডায়ালগ সিকান্দর-এ
𝔉সলমন তাঁর বাবা সেলিম খানকে বলেন, ‘এই ছবিতে, অর্থাৎ সিকান্দর-এ আমি তোমার দুটি ডায়ালগ ব্যবহার করেছি। যার মধ্যে একটি হলো দিওয়ার-এর। সেটা হল, কোই অমিতাভ বচ্চন নেহি হ্যায় যো ফেকে হুয়ে পয়সে কো নেহি উঠায়ে। অর্থাৎ এখানে কোনও অভিতাভ বচ্চন নেই যে ফেলে দেওয়া টাকা তুলবে না। আরেকটি হলো- আপ হামে বাহার ডুন্ড রহে হ্যায়, হাম আপকে ঘর মে আপকা ইন্তেজার কর রহে হ্যায়। অর্থাৎ ‘তুমি আমাকে বাইরে খুঁজছো, আমি তোমার বাড়িতে তোমার অপেক্ষা করছি। এই দুটো ডায়ালগ-ইঅমিতাভ বচ্চনের ‘দিওয়ার’ থেকে ধার করা। কিছুটা টুইস্ট রেখে ব্যবহার করেছি।' বলে জানান ভাইজান।
সিকন্দর-এর প্রচারে সলমন
প্রসঙ্গত ৩০শে মুক্তি পাচ্ছে ‘সিকন্দর’। তাই আপাতত ‘সিকন্দর’ ছবির প্রচারে ব্যস্ত সময় কাটাছে সলমানের। এই ছবিতে সলমন, রশ্মিকা মান্দানা ছাড়াও রয়েছেন কাজল আগরওয়াল, সরমন যোশী ও সত্যরাজ।