মাত্রই কিছুদিন আগে সারেগামাপা থেকে দ্বিতীয় হয়ে ফিরেছেন ময়ূরী দারানি। শুরু করেছেন নতুন পথচলা। তৈরি করেছেন নিজের ব্যান্ড। আর এর মধ্যেই প্রতারকের খপ্পরে পড়লেন তিনি! এদিন ফেসবুক লাইভে এসে কী জানালেন গায়িকা? জানালেন তাঁর ফেসবুকের পেজ হ্♕যাক করা হয়েছে। সেখান থেকে উধাও হয়েছে একাধিক ছবি, ভিডিয়ো। তিনিও এও জানিয়েছেন যে যিনি এই কাজ করেছেন হয়তো তিনি তাঁকে আন্দাজ করতে পারছেন।
আরও পড়ুন: হাতে রক্তমাখা কুড়ুল, লম্বা উশকো-খুশকো꧙ চুলে রঘু ডাকাতের বেশে ধরা দিলেন দেব! আপডেট দিয়ে কী জানালেন?
আরও পড়ুন: বিয়ের পরও রান্💖না পারেন না সুস্বাতী! দিদি নম্বর ১-এ ফাঁস অন্বেষা-শুভশ্রীদের হেঁসেলের গোপন কথা
কী বললেন ময়ূরী?
এদিন লাইভে এসে ময়ূরী বলেন, 'বাধ্য হয়েছি লাইভে আসতে। একটা সমস্যা হয়েছে, আমি চাই না যে এই এক সমস্যায় অন্য কেউ পড়ুক। তাই বলা। আমার একটা প্রোফাইলে আছে, একটা পেজ আছে। প্রোফাইলের নাম ময়ূরী দারানি, পেজের নাম ময়ূরীস মন্ত্রস। প্রোফাইল পেজের সঙ্গে লিঙ্ক করা আছে। আমি দুটো থেকেই শেয়ার করি। জানি না কীভাবে আমার পেজের অ্যাকসেস অন্য কারও কাছে গেছে ব𝓰া যাচ্ছে। আমার পোস্ট করা বেশ কিছু ফটো, ভিডিয়ো নেই। কোথাও আমি দেখতে পাচ্ছি না। ডিলিটেড হওয়া ভিডিয়োর তালিকা বা কোথাও নেই।'
তিনি এদিন আরও জানান, 'নিজের প্রোফাইলের রিচ বাড়াতে কষ্ট করতে হয় সবাই জানো। ফলে পাগলের মতো এই কাজ করব না। কে এটা করেছে আমি জানি না।🍷 জানলেও, আন্দাজ করলেও বলা যাবে না। ভীষণ প♋রিমাণে আপসেট ছিলাম এটার পর।'
অনুরাগীরা যখন তাঁকে রিপোর্ট করার বুদ্ধি দেন তখন তিনি বলেন, 'রিপোর্ট আমি করব। কিন্তু আমি জানি না প্রোফܫাইল হ্যাক হয়েছে কিনা। কিন্তু হ্যাক হলে কিছুই থাকত না। এটা প্ল্যান করে করা হয়েছে।' ময়ূরী এদিন স্পষ্ট করে জানিয়ে দেন তাঁর সেই ভিডিয়ো বা ছবিগুলোই বেছে বেছে ডিলিট করা হয়েছে যেগুলো ভাইরাল হয়েছিল। যেগুলো ভিউজ বেশি ছিল।
যে বা যাঁরা এই কাজ ঘটিয়েছেন তাঁদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ময়ূরী বলেন, ‘যিনি বা য♔াঁরা এটা ডিলিট করেছেন তাঁদের জন্য একটা সুখবর আমি আবার নতুন করে সেই ভিডিয়োগুলো পোস্ট করব।’
আরও পড়ুন: ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারে🍎র গণ্ডি টপকাল সিকান্দরের টিকিটের দাম, সর্বোচ্চ কত উঠল দ𝕴র?
তিনি এই ভিডিয়ো ꦯশেয়ার করে লেখেন, 'আমার প্রোফাইল হ্যাক করা হয়েছিল। শেয়ার করে দাও। আমি চাই ক্রিমিনালটা দেখুক।'
প্রসঙ্গত, ময়ূরী দারানি সারেগামাপার গ্✨র্যান্ড ফিনাꦍলেতে আজ কী রাত গানটি পারফর্ম করেন। তিনি এবং সাঁই শাস্ত্রী ফার্স্ট রানার আপ হন। প্রথম হন দেয়াশিনী রায়।