ক'দিন আগেই বিদেশি লিগে অংশ নেওয়ার জন্য অ্যালেক্স হেলস ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকট থেকে নিজেকে সরিয়ে 🌱নেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক একই পথে হ🔯াঁটতে চলেছেন মইন আলি। ইএসপিএন-ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী এবছর টি-২০ ব্লাস্টের পরেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চলেছেন মইন। তিনি ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে মাঠে নামবেন না।
উল্লেখযোগ্য বিষয় হল, এবছর আইপিএলের মেগা নিলাম থেকে মইন আলিকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই তিনি যদি ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে কেকেআরের হয়ে আইপিএলে♛ মাঠে নামতে পারবেন কিনা, সেই প্রশ্ন জাগা স্বাভাবি🌼ক নাইট সমর্থকদের মনে।
গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মইন আলি বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা জারি রাখেন। তবে ইসিবির নতুন নো-অবজেকশন ꦚপলিশির জন্যই মইন এমন সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হলে একই সময়ে অনুষ্ঠিত বিদেশি লিগে অংশ নেওয়া সম্ভব নয়। সেই কারণেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন মইন✨।
ওয়ারউইকশায়ারের সঙ্গে মইনের তিন বছরের চুক্তির এটিই শেষ বছর। এই মরশুমেই খেলোয়াড় থেকে কোচ হওয়ার পথে পা বাড়াতে পারেন ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার অল-রাউন্ডার। তাঁকে এবছꦛর বার্মিংহ্যাম বেয়ার্সের প্লেয়ার-কোচের ভূমিকাতে দেখা যেতে পারে। মইন দ্য হান্ড্রেডে মাঠে নামবেন না, এটা নিশ্চিত। তবে বেয়ার্স নক-🙈আউটে উঠলে মইনকে পাওয়া যাবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।
কেকআর সমর্থকদের যদিও দুশ্চিন্তায় পড়ার বিশেষ প্রয়োজন নেই। কেননা মইন সম্ভবত কেরিয়ারের শেষ বেলায় বিদেশি লিগকে প্রাধান্য দিতেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাঁকে এবছর আ𒈔ইপিএলে পাওয়া নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। মইনের মতো ক্রিকেটারকে এবছর নিতান্ত কম দামেই দলে পেয়ে যায় কেকেআর। তারকা স্পিনার অল-রাউন্ডার কেকেআর দলের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠতে পারেন।
মইন আলির আন্তর্জাতিক কেরিয়ার
মইন আলি ইংল্যান্ডের হয়ে ৬৮টি টেস্ট, ১৩৮টি ওয়ান ডে ও ৯২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৩০৯৪ রান করার পাশাপাশিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ২০৪টি উইকেট নিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মইন ২৩৫৫ রান করার পাশাপাশি ১১১টি উইকেট দখল করেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২২৯ রান সংগ্রহ করার পাশাপাশি ৫১টি উইকেট সংগ্রহ করেছেন ব্রিটিশ তারকা।