কয়েকদিন আগেই গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সোনু সুদের স্ত্রী সোনালী সুদ। গাড়িতে ছিলেন অভিনেতার শ্যালিকা এবং ভাগ্নে। গাড়িতে থাকা সকলেই আহত হলেও গুরুতর কোনও সমস্যা হয়নি তাঁদের। সম্প𝕴্রতি স্ত্রীর সুস্থতার কথা সকলকে জানিয়ে গাড়ি নিরাপত্তা নিয়ে বেশ কিছু সতর্কতার কথা জানান অভিনেতা।
সোনালীর সড়ক দুর্ঘটনার কথা স্মরণ করে সোনু সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। এই ভিডিয়োর মাধ্যমে তিনি একꦯটি বিশেষ সতর্কবার্তা তুলে ধরেন সকলের সামনে। কীভাবে দুর্ঘটনাগ্রস্ত হওয়া সত্ত্বেও তাঁর স্ত্রী, শ্যালিকা ও ভাগ্নে বেঁচে যান সে কথাই তিনি জানান সকলকে।
আরও পড়ুন: জন্মদিনে বিজয়ের সঙ্গেই ছিলেন রশ্মিকা! দুজনের ছবিতে রয়েছে এইℱ মিলগুলো, আপনি পারলেন ধরতে?
আরও পড়ুন: ও'💞বাড়ির লোক ভেবেছিল মজা...', ‘সিআইডি’-তে অভিনয় করার সুযোগ পেয়ে কী বললেন পার্থ?
সোনু বলেন, ‘গত সপ্তাহে নাগপুরে একটি বড় দুর্ঘটনা ঘটে য🍌ায়। ওই সড়ক দুর্ঘটনায় আমার পরিবারের অনেক ক্ষতি হয়ে যেতে পারত। গা♋ড়ির কি অবস্থা হয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই সবকিছুর পরেও যে জিনিসটি আমার পরিবারকে বাঁচিয়ে দিয়েছিল সেটি হল সিট বেল্ট।’
অভিনেতা বলেন, ‘অনেকেই আছেন যারা পেছনে বসে থ♊াকেন তাই সিট বেল্ট পরেন না। আমার শ্যালিকাও সেদিন সিট বেল্ট পরেননি। তাঁকে বারবার বেল্ট পরার জন্য বলেছিল আমার স্ত্রী। অবশেষে আমার শ্যালিকা সুনিতা সিট বেল্ট পরে এবং তার কয়েক মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।’
অভিনেতা আরও বলেন, পিছনে বসে থাকা ব্যক্তির ১০০ জনের মধ্যে ৯৯ জন সিট ♈বেল্ট পরেন না কোনওদিন। সকলেই ভাবেন সিট বেল্ট শুধুমাত্র সামনে যিনি বসে থাকেন তিনিই পরেন। কিন্তু এই ধারণা একদম ভুল। পেছনে বসে যদি আপনি সিট বেল্ট না পরেন, সে ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হতে পারে।
আরও পড়ুন: 'তুমি স🎉ব সময় আমার...', দিদার জন্মদিনে অদেখা ছবি পোস্ট রাইমার
আরও পড়ুন: ভৌতিক এবং কুসংস্কারের মেলবন্ধন, ‘ছোরি ২’ ট্র🅠েলারে সোহাকে দেখে মুগ্ধ দর্শক
অভিনেতা সকলকে সতর্কবার্তা দিয়ে বলেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি দয়া করে গাড়িতে যখন বলবেন তখন সবসময় সিট বেল্ট পরবেন। সামন❀ে বসুন বা পেছনে, এই নিয়ম মেনে চলার চেষ্টা করুন। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সামনে যিনি বসে থাকেন তিনি হয়তো করেন কিন্তু এটা সকলকেই মেনে চলা উচিত। আপনাদের সকলের যাত্রা নিরাপদ হোক।